বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Group stocks crashed: আজও রক্তক্ষরণ আদানি গ্রুপের! ২০% কমল ২ শেয়ার, দুটি নামল ১ বছরের সর্বনিম্নে

Adani Group stocks crashed: আজও রক্তক্ষরণ আদানি গ্রুপের! ২০% কমল ২ শেয়ার, দুটি নামল ১ বছরের সর্বনিম্নে

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত থাকল আদানি গ্রুপের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

Adani Group stocks crashed: হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট নিয়ে টানাপোড়েন চলছে। তারইমধ্যে ওই রিপোর্ট প্রকাশের পর শেয়ার বাজারে আদানি গ্রুপের সাতটি সংস্থার পতন অব্যাহত। পরপর দু'দিন জোরদার ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ।

হিন্ডেনবার্গ রিসার্চের ধাক্কায় আজও শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত থাকল আদানি গ্রুপের। শুক্রবার বাজার খোলার পর প্রাথমিক ট্রেন্ডিংয়ে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ২০ শতাংশ পতনের সাক্ষী থাকল আদানির কোনও কোনও সংস্থার শেয়ার।

আজ শেয়ার বাজারে আদানি গ্রুপের ৭ সংস্থার শেয়ারের দাম

১) আদানি ট্রান্সমিশন: প্রাথমিকভাবে বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম ১৯ শতাংশের বেশি পতনের মুখে পড়েছে। পরে কিছুটা উত্থান হয়েছে। সেটাও একেবারে সামান্য। আপাতত আদানি ট্রান্সমিশনের প্রতিটি শেয়ারের দাম ২,০৩৮.৯ টাকায় ঠেকেছে। যা গত সেশনের থেকে ১৮.৮৩ শতাংশ। শেষ ৫২ সপ্তাহে আদানি ট্রান্সমিশনের প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১,৮১৫ টাকা (২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি)।

২) আদানি টোটাল গ্যাস: শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে ২০ শতাংশ পতনের মুখে পড়েছে আদানি টোটাল গ্যাসের শেয়ার। যা ২০২০ সালের মার্চের মাঝামাঝি সময় থেকে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। আপাতত ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ২,৯৩৪.৫৫ টাকায় ঠেকেছে।

আরও পড়ুন: '৩৬ ঘণ্টা তো হয়ে গেল', আদানি গ্রুপকে খোঁচা মার্কিন সংস্থার, চ্যালেঞ্জ মামলা করার

৩) আদানি এন্টারপ্রাইজ: শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ৮.৩ শতাংশ কমে গিয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম। আপাতত আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৩,১০৮.৬ টাকা।

৪) আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন: আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তারপর উত্থান হয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৯৪.৯৫ টাকা। ১৬.৫৫ শতাংশ কম আছে এখন।

৫) আদানি পাওয়ার: আজ বিএসইতে আদানি পাওয়ার পাঁচ শতাংশ পতনের মুখে পড়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ২৪৮.০৫ টাকা।

আরও পড়ুন: Adani Group on Hindenburg Research: ছাড়া হবে না! মার্কিন সংস্থার রিপোর্টে ৪৮,০০০ কোটি টাকা খুইয়ে হুঁশিয়ারি আদানিদের

৬) আদানি গ্রিন এনার্জি: প্রায় ২০ শতাংশ পতনের মুখে পড়েছে আদানি গ্রিন এনার্জি। গত সেশনের থেকে ১৯.৯৭ শতাংশ কমেছে। প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৪৮৪.৯০ টাকা। আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তখন প্রতিটি শেয়ারের দাম ১,৪৮৪.৪ টাকা পড়েছিল।

৭) আদানি উইলমার: পাঁচ শতাংশ পতনের সাক্ষী থেকেছে আদানি উইলমার। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৫১৭.৩ টাকা।

Hindenburg রিসার্চের রিপোর্টে কী আছে?

ওই মার্কিন সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, আর্থিক দিক থেকে বেশ চাপের মধ্যে আছে আদানি গ্রুপ। আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলির মধ্যে প্রায় ৮৫ শতাংশ নেতিবাচক প্রভাব আছে। তাই আদানি গ্রুপ আর্থিকভাবে স্পর্শকাতর জায়গায় আছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন