বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani-র শেয়ারে ছন্দপতন! গত ১ সপ্তাহে ১৪.৩৩% কমল এই ৩টি স্টক

Adani-র শেয়ারে ছন্দপতন! গত ১ সপ্তাহে ১৪.৩৩% কমল এই ৩টি স্টক

ফাইল ছবি(এডিটেড): রয়টার্স (Reuters)

কয়েকদিন আগে পর্যন্ত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ক্রমাগতই বেড়েছে। দুর্দান্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু গত এক সপ্তাহ ধরে শেয়ারগুলি নিম্নমুখী। NSE-তে গত এক সপ্তাহে আদানি গ্রিন ১৪.৩৩% কমে ১,৮৫৫.৯০ টাকা হয়ে গিয়েছে।

Adani গ্রুপের শেয়ারে হঠাত্ ছন্দপতন! গত ১ সপ্তাহে জনপ্রিয় আদানি গোষ্ঠীর একাধিক শেয়ারের দাম কমে গিয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ক্রমাগতই বেড়েছে। দুর্দান্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু গত এক সপ্তাহ ধরে শেয়ারগুলি নিম্নমুখী।

কোন কোন শেয়ারের দাম কমেছে?

আদানি গ্রিনের হঠাত্ পতন!

NSE-তে গত এক সপ্তাহে আদানি গ্রিন ১৪.৩৩% কমে ১,৮৫৫.৯০ টাকা হয়ে গিয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই এই শেয়ারটি ২,২১৯ টাকার স্তরে ছিল। গত এক মাসে এই স্টকটি প্রায় ৩৪.৪৩% কমেছে।

তবে যদি গত এক বছরের হিসাব করা হয়, সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই শেয়ার প্রায় ৪৪.২১% রিটার্ন দিয়েছে।

গত ৫২ সপ্তাহে, এটি সর্বনিম্ন ৮৭৪.৮০ টাকা এবং সর্বোচ্চ ৩,০৫০ টাকা ছুঁয়েছে।

আদানি পাওয়ার এখন ২৮৪.১০ টাকা করে

আদানি পাওয়ারের শেয়ার ৩০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। সেই স্টকই এখন ২৮৪.১০ টাকায় নেমে এসেছে। গত এক সপ্তাহে ১৩.৪১% কমেছে।

এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৪৪.৫০ এবং ৭০.৩৫ টাকা।

৩,০০০ টাকার আদানি ট্রান্সমিশন এখন ২,০০০ টাকায় নেমে এসেছে

আদানি ট্রান্সমিশনও এই তালিকায় সামিল। আদানি ট্রান্সমিশন গত এক সপ্তাহে ১০.৫৩% কমে ১,৯৫৬.০৫ টাকা হয়েছে।

এক সপ্তাহ আগে এটি ২,১৮৬.২৫ টাকায় ক্লোজ হয়েছিল।

এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩০০০ টাকা। সর্বনিম্ন ৮৬৩ টাকা।

বন্ধ করুন
Live Score