বাংলা নিউজ > ঘরে বাইরে > কংগ্রেস ক্ষমতায় আসার পরই হিমাচল প্রদেশে ২ কারখানা বন্ধ করল Adani!

কংগ্রেস ক্ষমতায় আসার পরই হিমাচল প্রদেশে ২ কারখানা বন্ধ করল Adani!

ফাইল ছবি: আদানি গ্রুপ (Adani Group)

হিমাচলপ্রদেশের বরমানা এবং দার্লাঘাটের সিমেন্ট প্ল্যান্ট বন্ধ করে দিচ্ছে আদানি গোষ্ঠী। কারণ হিসাবে অতিরিক্ত পরিবহন খরচের উল্লেখ করেছে আদানি গ্রুপ। পরিবহন খরচের কথা বলা হলেও, তাতে মন ভুলছে না অনেকেরই। কেন? কারণ কংগ্রেস সাধারণ মানুষের জন্য সিমেন্টের বস্তার দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। 

হিমাচল প্রদেশে সবে মাত্র ক্ষমতায় এসেছে কংগ্রেস। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই বড় ধাক্কা! একসঙ্গে দুইটি সিমেন্টের কারখানা বন্ধের ঘোষণা করল আদানি গোষ্ঠী। হিমাচল প্রদেশের বরমানা এবং দার্লাঘাটের সিমেন্ট প্ল্যান্ট বন্ধ করে দিচ্ছে সংস্থা। কারণ হিসাবে অতিরিক্ত পরিবহন খরচের উল্লেখ করেছে আদানি গ্রুপ।

পরিবহন খরচের কথা বলা হলেও, তাতে মন ভুলছে না অনেকেরই। কেন? কারণ কংগ্রেস সাধারণ মানুষের জন্য সিমেন্টের বস্তার দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এমতাবস্থায় কংগ্রেসের ক্ষমতাসীন এই রাজ্যে লাভের পরিমাণ কমতে পারত আদানি গোষ্ঠীর। বিশ্লেষকদের মতে, সেই কারণেই আগেভাগে সিমেন্টের কারখানায় তালা মারা হল। আরও পড়ুন: ১২ কোটি টাকায় দেশের সবচেয়ে দামি গাড়ি কিনলেন হায়দরাবাদের ব্যবসায়ী!

প্রতিবেশী রাজ্যগুলির তুলনায় হিমাচল প্রদেশে সিমেন্টের বস্তার দাম বেশি। আর সেটাই সেখানকার সাধারণ মানুষের অন্যতম সমস্যার বিষয় ছিল। নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার এই নিয়ে শিল্প দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন। হিমাচল প্রদেশেই সিমেন্ট উত্পাদন হচ্ছে। সেখান থেকেই আশেপাশের রাজ্যে সিমেন্ট যাচ্ছে। অথচ তাদের তুলনায় হিমাচল প্রদেশে সিমেন্টের বস্তার দাম বেশি। এর কারণ খুঁজে বের করার প্রচেষ্টা করা হয়।

কংগ্রেস ও বিজেপি, দুই সরকারেরই প্রচেষ্ঠার অংশ ছিল এই সিমেন্টের দাম। কিন্তু কেউই খুব একটা সুরাহা করতে পারেন। আগামিদিনে সুখু সরকার তা করতে পারে কিনা, সেটাই দেখার।

তবে সিমেন্টের দাম কমানোর প্রচেষ্টা শুরু হতেই আদানি গোষ্ঠীর প্রস্থানকে ইঙ্গিতপূর্ণ বলে ভাবছেন অনেকেই।

আপাতত আদানির দুই কারখানায় কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষ সরকারকে উচ্চ পরিবহন খরচ আটকাতে গঠিত বিশেষ কমিটির সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এই সিমেন্ট প্ল্যান্ট বন্ধের ফলে যে শুধুমাত্র স্থানীয় কর্মীরাই ক্ষতিগ্রস্থ হবেন, তা নয়। যে কোনও বড় কারখানাকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা জড়িয়ে থাকে। কারখানার মালবহনকারী ট্রাক থেকে শুরু করে আশেপাশে দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে।

চলতি বছর সেপ্টেম্বরে অম্বুজা ও এসিসি সিমেন্ট অধিগ্রহণ করেন গৌতম আদানি। ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট সংস্থা আদানি গোষ্ঠীর অধীনস্থ। এসিসি ও অম্বুজায় হোলসিম গ্রুপের অংশীদারিত্ব কিনে নিয়েছিল আদানি গ্রুপ। বর্তমানে সিমেন্ট উত্পাদনের নিরিখে দেশে এক নম্বরে আল্ট্রাটেক সিমেন্ট। আরও পড়ুন: রাষ্ট্রীয় ইস্পাত নিগম বিক্রি করবে কেন্দ্র, লাভজনক সংস্থা কিনতে দৌড়ে থাকতে পারে টাটা, আদানি

হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে গত রবিবার সুখবিন্দর সিং সুখু শপথ গ্রহণ করেন। উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন মুকেশ অগ্নিহোত্রী। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস মোট ৬৮টি আসনের মধ্যে ৪০টি এবং ভারতীয় জনতা পার্টি(BJP) ২৫টি আসন পেয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.