Adani Group Stock: মাত্র চার বছর। তাতেই এক লাখ টাকা পরিণত হয়েছে ৬২ লাখ টাকায়। অর্থাৎ ওই সময়ের মধ্যে ৬,১৭১.৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে আদানি গ্রুপের সংস্থা আদানি গ্রিন এনার্জি। তাও শেষ এক মাসে শেয়ার বাজারে যথেষ্ট চাপের মুখে আছে আদানি গ্রুপের সংস্থা। পতন হয়েছে প্রায় ৩৫ শতাংশ।
৪ বছরে ৬,১৭১.৬৫ শতাংশ রিটার্ন
গত চার বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে আদানি গ্রুপের গুরুত্বপূর্ণ সংস্থা আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy)। চার বছর আগে সংস্থার প্রতিটি শেয়ারের দাম যেখানে ২৯.৪৫ টাকা ছিল, এখন সেটা বেড়ে ঠেকেছে ১,৮৪৭ টাকায়। অর্থাৎ গত চার বছরে ৬,১৭১.৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে আদানি গ্রিন এনার্জি। সেই হিসাবে কেউ যদি চার বছর আগে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে এখন তিনি ৬২.৭১ লাখ টাকা পেতেন।
আরও পড়ুন: Multibagger Stock: এই ৫ সংস্থার শেয়ার বড়লোক করে তুলছে সবাইকে, ৫ মাসে রিটার্ন দিয়েছে ২,৭৫৬ শতাংশও
১ বছরে ৪৬.০৩ শতাংশ রিটার্ন
গত এক বছরে ৪৬.০৫ শতাংশ রিটার্ন দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এক বছর আগে আদানি গ্রিন এনার্জির প্রতিটি শেয়ারের দাম ছিল ১,২৬৪ টাকা। এখন বেড়ে ১,৮৪৭ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ এক বছরে সংস্থার ৪৬.০৩ শতাংশ উত্থান হয়েছে। চলতি বছরে উত্থান হয়েছে ৩৭.১৩ শতাংশ। তাও গত এক মাসে শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে আদানি গ্রিন। ওই সময়ের মধ্যে শেয়ার বাজারে ৩৫.১ শতাংশ পতনের সাক্ষী থেকেছে আদানি গ্রিন এনার্জি।