গৌতম আদানি এক সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেন, NDTV-র অধিগ্রহণ তাঁর কোনও ব্যবসায়িক পদক্ষেপ নয়। বরং এটি তাঁর নৈতিক লক্ষ্য। তিনি ব্যাখা করেন, সমালোচনা, ভুল ধরানোর অধিকার সর্বদাই সংবাদমাধ্যমের থাকা উচিত্। কিন্তু এর পাশাপাশি কী কী ভাল হচ্ছে, সেটিও তুলে ধরা প্রয়োজন।
1/7ওপেন অফারের মাধ্যমে কেনা NDTV-র শেয়ারের জন্য অতিরিক্ত দাম দিতে রাজি আদানি গোষ্ঠী। ওপেন অফারের অধীনের এই শেয়ার অন্য অংশীদারদের ট্রান্সফার প্রাইসে কিনেছিল তারা। এদিকে এই ট্রান্সফার প্রাইস ওপেন অফারের দামের তুলনায় বেশি। ফলে স্বাভাবিকভাবেই বেশি দাম দিতে হবে তাদের। প্রাক্তন শেয়ার হোল্ডারদের NDTV-র শেয়ারপিছু অতিরিক্ত ৪৮.৬৫ টাকা করে দেবে আদানি গ্রুপ। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/7এর ফলে শেয়ার প্রতি অফার প্রাইস দাঁড়াবে ৩৪২.৬৫ টাকা করে। এদিকে NDTV-র ওপেন অফারে শেয়ারের দাম ছিল ২৯৪ টাকা প্রতি শেয়ার। কিন্তু ট্রান্সফার প্রাইস ৩৪২.৬৫ টাকা করে। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)
3/7গত অগস্টের শেষে NDTV অধিগ্রহণের পরিকল্পনা জানায় আদানি গোষ্ঠী। NDTV সেই সময়ে এই অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়। তারা জানায়, কোনও আলোচনা, সম্মতি ছাড়াই এই অধিগ্রহণ করা হচ্ছে। যদিও পরে সেই ট্রান্সফার বাস্তবায়িত হয়। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)
4/7গত ২২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরে আদানি এন্টারপ্রাইজেস NDTV-তে অতিরিক্ত ২৬% অংশীদারিত্বের জন্য ওপেন অফার জারি করে। এই ওপেন অফারে স্টকের ট্রেডিং দামের তুলনায় বড়সড় ছাড় থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা NDTV-র ৫৩ লাখেরও বেশি শেয়ার বিক্রি করতে রাজি হয়ে যান। ফাইল ছবি : রয়টার্স (PTI)
5/7NDTV-র পক্ষের সমালোচকরা দাবি তোলেন, পরিকল্পিতভাবে সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে এই অধিগ্রহণ করা হচ্ছে। সংবাদ সংস্থার সরকারবিরোধী খবর সম্প্রচার রুখতে এমনটা করা হচ্ছে বলে দাবি তোলে তারা। এদিকে আদানি গোষ্ঠী জানায়, অধিগ্রহণের পরেও সংস্থার সম্পাদকীয় পদে বদল আনা হবে না। ফাইল ছবি: পিটিআই (PTI)
6/7তবে আদানির অধিগ্রহণ প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ করেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং রাধিকা রায়। পরিচালক পদ ছেড়ে দেন তাঁরা। তাঁদের পাশাপাশি আরও চার স্বাধীন পরিচালক পদত্যাগ করেন। ফাইল ছবি: টুইটার (PTI)
7/7গৌতম আদানি এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, NDTV-র অধিগ্রহণ তাঁর কোনও ব্যবসায়িক পদক্ষেপ নয়। বরং এটি তাঁর নৈতিক লক্ষ্য। তিনি ব্যাখা করেন, সমালোচনা, ভুল ধরানোর অধিকার সর্বদাই সংবাদমাধ্যমের থাকা উচিত্। কিন্তু এর পাশাপাশি কী কী ভালো হচ্ছে, সেটিও তুলে ধরা প্রয়োজন। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)