বুধবার, নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে আদানি পাওয়ার। ৩০ জুন সমাপ্ত ত্রৈমাসিকে মোট ৪,৭৮০ কোটি টাকার কর-পরবর্তী একত্রিত মুনাফা(PAT) হয়েছে সংস্থার। গত বছরের একই সময়পর্বের তুলনায় প্রায় ১,৬১৯% বৃদ্ধি পেয়েছে।
এই ত্রৈমাসিকে আদানি পাওয়ারের মোট আয় বেড়ে ১৫,৫০৯ কোটি টাকা দাঁড়িয়েছে। এটি এক বছর আগের একই সময়ে ৭,২১৩.২১ কোটি টাকা ছিল।
গত বছরের একই ত্রৈমাসিকে ৬,৫৬৮.৮৬ কোটি টাকার মোট একত্রিত রাজস্ব ছিল সংস্থার। গত বছরের তুলনায় এই বছর তা ১০৮.৯১% YoY বেড়ে ১৩,৭২৩ কোটি টাকা হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষের একত্রিত EBITDA ৭,৫০৬ কোটি টাকা। গত বছরের ২,২৯২ কোটির তুলনায় যা ২২৭% বৃদ্ধি পেয়েছে।
আদানি পাওয়ার জানিয়েছে, দেশব্যাপী তাপপ্রবাহ এবং অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের কারণে FY23-এর প্রথম ত্রৈমাসিকে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি অব্যাহত থেকেছে। বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই এত ভাল আর্থিক রিপোর্ট সংস্থার।
'FY23-এর শুরুতে সামগ্রিক শক্তির চাহিদা ছিল ৪০৪.৮ বিলিয়ন ইউনিট (BU)। এটি গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ১৮.৬% বেশি,' জানিয়েছে আদানি পাওয়ার।
আদানি পাওয়ারের শেয়ার
গত এক বছরে দুর্দান্ত পারফর্ম করেছে আদানি পাওয়ারের শেয়ার। গত ৪ অগস্ট ২০২১-এ আদানি পাওয়ারের শেয়ারের দাম ছিল ৯০.২৫ টাকা করে। বৃহস্পতিবার, ৪ অগস্ট ২০২২-এ সেই শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৪০.২৫ টাকার স্তরে। অর্থাত্ গত ১২ মাসে ২৭৬.৯৫% বেড়েছে আদানি পাওয়ারের শেয়ার।