বৃহস্পতিবার আদানি গ্রুপের টেকওভারের পরিকল্পনার বিরোধিতা করে RRPR। সংস্থা দাবি করে, সেবির ২০২০ সালের একটি নির্দেশ অনুযায়ী, রাধিকা এবং প্রণয় রায়ের শেয়ার লেনদেন করা বর্তমানে নিষিদ্ধ। তাই তাঁদের ভাগের শেয়ার দেওয়া সম্ভব নয়। কেন?
2/6RRPR হল NDTV-র মূল সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা রাধিকা এবং প্রণয় রায়। এনডিটিভি-তে সেই সংস্থার ২৯.১৮% অংশীদারিত্ব রয়েছে। ফাইল ছবি- এএফপি (PTI)
3/6বৃহস্পতিবার আদানি গ্রুপের টেকওভারের পরিকল্পনার বিরোধিতা করে RRPR। সংস্থা দাবি করে, সেবির ২০২০ সালের একটি নির্দেশ অনুযায়ী, রাধিকা এবং প্রণয় রায়ের শেয়ার লেনদেন করা বর্তমানে নিষিদ্ধ। তাই তাঁদের ভাগের শেয়ার দেওয়া সম্ভব নয়। কেন? ফাইল ছবি- রয়টার্স (PTI)
4/6সেবির তদন্তে দেখা গিয়েছিল যে, তাঁরা NDTV-র শেয়ারের সন্দেহজনক অভ্যন্তরীণ লেনদেনের মাধ্যমে অনায্য পথে মুনাফা করেছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
5/6কিন্তু হঠাত্ NDTV কেন কিনতে চাইছে আদানি গোষ্ঠী?আদানির এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে অবশ্য বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (ভিসিপিএল) নামের একটি স্বল্প পরিচিত সংস্থা। ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত। এই সংস্থার থেকেই প্রণয় রায় কয়েক বছর আগে ৪০০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। বিনিময়ে ইক্যুইটি শেয়ারে ট্রান্সফারেবল ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ফাইল ছবি- এএফপি (PTI)
6/6এদিকে আদানি গ্রুপ এই বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড নামের সংস্থাকে এখন কিনে নিয়েছে। আর তারপরেই তারা এই ঋণের টাকা ফেরত নেওয়ার চেষ্টা করছে। ফাইল ছবি- পিটিআই (PTI)