বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Stocks in Share Market: তিনদিনে ১১.৮ লাখ কোটি টাকা ভ্যানিশ! আজ বাজারে আদানি ৬ শেয়ারে হাপিস ১.৫৩ লাখ কোটি

Adani Stocks in Share Market: তিনদিনে ১১.৮ লাখ কোটি টাকা ভ্যানিশ! আজ বাজারে আদানি ৬ শেয়ারে হাপিস ১.৫৩ লাখ কোটি

শুধু সোমবারই (৩০ জানুয়ারি) আদানি গ্রুপের ছ'টি শেয়ারে ১.৫৩ লাখ কোটি টাকার বেশি কর্পূরের মতো উবে গিয়েছে। (ছবি সৌজন্যে এপি এবং পিটিআই)

Adani Stocks in Share Market: শুধু সোমবারই (৩০ জানুয়ারি) আদানি গ্রুপের ছ'টি শেয়ারে ১.৫৩ লাখ কোটি টাকার বেশি কর্পূরের মতো উবে গিয়েছে। শুধুমাত্র একটি শেয়ারেই উত্থান হয়েছে।

আদানি গ্রুপের রক্তক্ষরণে তিনদিনে ১১.৮ লাখ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। এমনই জানানো হয়েছে একাধিক রিপোর্টে। ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, শুধু সোমবারই (৩০ জানুয়ারি) আদানি গ্রুপের ছ'টি শেয়ারে ১.৫৩ লাখ কোটি টাকার বেশি কর্পূরের মতো উবে গিয়েছে। শুধুমাত্র একটি শেয়ারেই উত্থান হয়েছে। 

১) আদামি উইলমার: সোমবার বিএসইতে (বম্বে স্টক এক্সচেঞ্জ) পাঁচ শতাংশ পতনের মুখে পড়েছে। প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৪৯১.৪৫ টাকা। 

২) আদানি টোটাল গ্যাস: সোমবার বিএসইতে ২০ শতাংশ (প্রতিটি শেয়ারের দাম ৫৮৬.৯ টাকা) পতনের মুখে পড়েছে আদানি টোটাল গ্যাস। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ২,৩৪৭.৬৫ টাকা।

৩) আদানি গ্রিন এনার্জি লিমিটেড: আজ বিএসইতে ১৯.৯৯ শতাংশ পতনের মুখে পড়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আজ বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ১,১৮৭.৭ টাকা। আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল।

আরও পড়ুন: হিন্ডেনবার্গ রিসার্চ কারা? কেন তাদের রিপোর্টে টলে গেল আদানির শেয়ার? জানলে অবাক হবেন

৪) আদানি ট্রান্সমিশন: সপ্তাহের প্রথম কর্মদিবসে ১৪.৯১ শতাংশ পতন হয়েছে। সকালের দিকে তো ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল (প্রতিটি শেয়ারের দাম ১,৬০৭.৮ টাকা)। তারপর কিছুটা উত্থান হয়ে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৭১০.১ টাকা।

৫) আদানি পাওয়ার: আজ পাঁচ শতাংশ কমে গিয়েছে আদানি পাওয়ারের শেয়ারের দাম। আপাতত প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ২৩৫.৬৫ টাকায়।

৬) আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেডের শেয়ার: শেয়ার বাজারে আদানি গ্রুপের রক্তক্ষরণের মধ্যে দিনের শুরুতে কিছুটা আশার আলো দেখিয়েছিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেডের শেয়ার। ছুঁয়ে ফেলেছিল আপার সার্কিট। কিন্তু বাজার বন্ধের সময় সেটিও 'লাল' জোনে চলে গিয়েছে। ০.২৯ শতাংশ কমে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৯৬.৮৫ টাকা।

আরও পড়ুন: শেয়ার কমলেই দারুণ মুনাফা! ‘শর্ট পজিশন' কী? কেনই বা আদানির পিছনে মার্কিন সংস্থা?

৭) আদানি এন্টারপ্রাইজের শেয়ার: আদানি গ্রুপের দুর্দশার মধ্যে একমাত্র মুখরক্ষা করেছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার। প্রতিটি শেয়ারের দাম ৪.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৭৮.৫ টাকা। একটা সময় 'আপার সার্কিট' ছুঁলে ফেলেছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন