বাংলা নিউজ > ঘরে বাইরে > Cervical cancer vaccine: 'দেশে নির্মিত সার্ভিক্যাল ক্যানসার ভ্যাকসিনের দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে' বলছেন পুনাওয়ালা

Cervical cancer vaccine: 'দেশে নির্মিত সার্ভিক্যাল ক্যানসার ভ্যাকসিনের দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে' বলছেন পুনাওয়ালা

ভ্যাকসিন নিয়ে কী বললেন পুনাওয়ালা REUTERS/Arnd Wiegmann/File Photo (REUTERS)

সার্ভিক্যাল ক্যানসার রোধে যে ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট নিয়ে আসছে, তা নিয়ে কথা বলার সময় আদার পুনাওয়ানা বলেন,'সম্ভবত এর দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে। তবে সরকারের সঙ্গে আলোচনা করে তার দাম স্থির করতে হবে। যখন এটির উৎপাদন শুরু হবে, তখন এটি সম্পর্কে আরও কথা বলা যাবে।'

সার্ভিক্যাল ক্যানসার রোধে দেশের মাটিতে তৈরি প্রথম ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস’ রোধক ভ্যাকসিনের দাম পড়তে পারে ২০০ টাকা থেকে ৪০০ টাকা। এই বার্তা খোদ উঠে এসেছে সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালর তরফে। জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। আর তা আসছে সিরাম ইনস্টিটিউটের হাত ধরে।

ইতিমধ্যেই করোনা রোধের ভ্যাকসিনের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড একটা বড় অধ্যায় পার করেছে। এবার সার্ভিক্যাল ক্যানসার রোধে তাদের নয়া পর্বের সূত্রপাত। সার্ভিক্যাল ক্যানসার রোধে যে ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট নিয়ে আসছে, তা নিয়ে কথা বলার সময় আদার পুনাওয়ানা বলেন,'সম্ভবত এর দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে। তবে সরকারের সঙ্গে আলোচনা করে তার দাম স্থির করতে হবে। যখন এটির উৎপাদন শুরু হবে, তখন এটি সম্পর্কে আরও কথা বলা যাবে। আমি নিশ্চিত করতে পারি যে এটি খুবই সহলভ্য হবে। বিশ্বে যা দাম এই ভ্যাকসিনের তার থেকে কম দাম হবে এটি।' উল্লেখ্য, বর্তমানে দুটি এইচভিপি ভ্যাকসিন ভারতে উপলব্ধ যা বিদেশের মাটিতে তৈরি হয়েছে। অর্থে প্রাচুর্য, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে চলেছেন কারা? চলতি মাসে রাশিফল একনজরে

বিদেশের মাটিতে নির্মিত একটি সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিনের একটির দাম (প্রতি ডোজে) বর্তমানে ভারতে এখন ২,৮০০ টাকা, অন্য ভ্যাকসিনটির দাম প্রতি ডোজে ৩,২৯৯ টাকা। এর আগে, জুলাি মাসে সিরাম ইনস্টিটিউটকে ডিসিজিআই ছাড়পত্র দেয় ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস’ রোধক ভ্যাকসিন তৈরির জন্য। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, যাতে সহজেই এই ভ্যাকসিন নাগরিকদের কাছে লভ্য হয়, তার দিকে তাকিয়ে সরকার। 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন