বাংলা নিউজ > ঘরে বাইরে > Best Share in the World: এক বছরে ১,৬০০% রিটার্ন দিয়েছে ইন্দোনেশিয়ার এই শেয়ার!

Best Share in the World: এক বছরে ১,৬০০% রিটার্ন দিয়েছে ইন্দোনেশিয়ার এই শেয়ার!

আদারো মিলারেলস-এর শেয়ারে এক বছরেই মালামাল বিনিয়োগকারীরা। ছবি: রয়টার্স, গুগল ফাইন্যান্স (Reuters, Google Finance)

Best Shares 2022: Adaro-র এই শেয়ার ৩ জানুয়ারি জাকার্তার বাজারে আসে। আর তারপর থেকেই এই শেয়ারের দাম আকাশচুম্বী। মাত্র তিন মাসের মধ্যে ১০০ রুপিয়া(ইন্দোনেশিয়) থেকে এই শেয়ার বেড়ে ২,৯৯০ রুপিয়ায় পৌঁছে গিয়েছে। তবে তারপর অনেকে সেল অফ করে টাকা তুলে নিয়েছেন।  

Adaro Minerals Shares: শেয়ারে ১০০-২০০% রিটার্নই বিশাল ব্যাপার। সেখানে ইন্দোনেশিয়ার এক সংস্থার শেয়ার বেড়েছে ১,৬০০%। অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। বিশ্বের সেরা স্টকে পরিণত হয়েছে PT Adaro Minerals Indonesia-র শেয়ার। গত এপ্রিল থেকে হু-হু করে বাড়ছে এই স্টক।

Adaro-র এই শেয়ার ৩ জানুয়ারি জাকার্তার বাজারে আসে। আর তারপর থেকেই এই শেয়ারের দাম আকাশচুম্বী। মাত্র তিন মাসের মধ্যে ১০০ রুপিয়া(ইন্দোনেশিয়) থেকে এই শেয়ার বেড়ে ২,৯৯০ রুপিয়ায় পৌঁছে গিয়েছে। তবে তারপর অনেকে সেল অফ করে টাকা তুলে নিয়েছেন। তাও, বুধবার এই শেয়ার ১,৬৯৫ রুপিয়ায় ক্লোজ হয়েছে। বর্তমানে এই সংস্থার বাজার মূলধন প্রায় $৪.৫ বিলিয়ন। আরও পড়ুন: Paytm, Zomato, Nykaa-সহ ১০টি জনপ্রিয় কোম্পানির শেয়ার অর্ধেক দামে! কেনা ঠিক হবে?

এই স্টকের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার পিছনে অনুঘটকের কাজ করেছে একটিই বিষয়। বিশ্বব্যাপী কয়লার দাম। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে সেই দুই দেশ থেকে বিশ্বে কয়লার জোগান হ্রাস পায়। আর তার ফলে অন্য সরবরাহকারীদের চাহিদা রাতারাতি বাড়তে শুরু করে।

তবে শুধু তাই নয়। বৈদ্যুতিক যানবাহনের জন্য অ্যালুমিনিয়াম এবং ব্যাটারি তৈরিতেও নেমেছে Adaro। এখন বাজার বুঝে গিয়েছে যে এই ধরনের বিকল্প শক্তি, যানবাহনই ভবিষ্যত। স্বাভাবিকভাবেই Adaro-র শেয়ার তাই আরও বেশি বেশি করে কিনেছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের ধারণা, সংস্থার এই দুর্দান্ত ব্যবসার পোর্টফোলিওর কারণেই তার শেয়ারের চাহিদা এতটা বেশি বেড়ে গিয়েছে।

<p>আদারোর শেয়ারের গ্রাফ। সৌজন্যে: গুগল ফাইন্যান্স</p>

আদারোর শেয়ারের গ্রাফ। সৌজন্যে: গুগল ফাইন্যান্স

(Google Finance)

সংস্থার ব্যালেন্স শিটের রিপোর্টও দুর্দান্ত। সেপ্টেম্বর পর্যন্ত, নয় মাসে তাদের নেট লাভে ৪৮২% বেড়েছে। কয়লা বিক্রির পরিমাণ ৪১% বেড়েছে। তার উপর ইউরোপের যুদ্ধ পরিস্থিতিতে আরও বেশি বেশি দামে কয়লা বেচেছে তারা। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বিশ্লেষকের পূর্বাভাস, আগামী ১২ মাসে স্টকের দামে আরও ৪২% বাড়তে পারে। আরও পড়ুন: শেয়ার চাঙ্গা করতে ৮৫০ কোটি দিয়ে নিজেদের শেয়ার নিজেরাই কিনছে পেটিএম

ব্লুমবার্গ-এর তথ্য অনুযায়ী, আদারোর প্রাইস-টু-বুক অনুপাত প্রায় বর্তমানে ৯.৪-এ দাঁড়িয়ে। তালিকাভুক্তির পর থেকে এটাই সর্বনিম্ন পরিসংখ্যান। তাও এটি 'পিটি বুকিত আসাম' এবং 'পিটি ইন্দো তাম্বাংরায়া মেগা'র মতো একই ধরনের সংস্থার তুলনায় প্রায় ছয় গুণ বেশি। চিনের 'শানসি কোকিং কোল এনার্জি গ্রুপ' এবং 'অস্ট্রেলিয়ার হোয়াইটহেভেন কোল লিমিটেড'-ও বিশ্বের অন্যতম নামী কোকিং কয়লা উত্পাদনকারী। কিন্তু তাদেরও এই অনুপাত প্রায় ২-এ রয়েছে।

বন্ধ করুন