বাংলা নিউজ > ঘরে বাইরে > Adolf Hitler's Watch Auctioned: বিতর্কিত নিলামে বিক্রি হল অ্যাডলফ হিটলারের হাতঘড়ি! দাম শুনলে চোখ উঠবে কপালে

Adolf Hitler's Watch Auctioned: বিতর্কিত নিলামে বিক্রি হল অ্যাডলফ হিটলারের হাতঘড়ি! দাম শুনলে চোখ উঠবে কপালে

অ্যাডলফ হিটলার 

ইহুদিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হিটলারের নিজেস্ব ঘড়ি যাতে নিলামে না তোলা হয় তার জন্য মার্কিন নিবাসী ইহুদিরা আবেদন জানিয়েছিলেন। এই নিলামের প্রতিবাদে বিক্ষোভও প্রদর্শন করেছিলেন তাঁরা।

ইতিহাসের অন্যতম নৃশংস ব্যক্তি অ্যাডলফ হিটলার। নাৎজি জার্মানির এই একনায়কের এক হাতঘড়ি নিলামে উঠল আমেরিকায়। ইহুদিদের প্রতিবাদ সত্ত্বেও হাতঘড়িটির নিলাম হয় আমেরিকায়। সেখানে হাতঘড়িটি বিক্রি হয় ১.১ মিলিয়ন মার্ডিন ডলারে। ভারতীয় মূল্যে তা প্রায় ৮.৭১ কোটি টাকা। তবে নিলামকারী সংস্থা আশা করেছিল এই ঘড়িটির দাম ২ থেকে ৪ মিলিয়ন ডলার হবে। সেই আশা পূরণ করেনি ঘড়িটি। তাও অত্যন্ত চড়া দামেই বিক্রি হয় ঘড়িটি।

এদিকে ইহুদিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হিটলারের নিজেস্ব ঘড়ি যাতে নিলামে না তোলা হয় তার জন্য মার্কিন নিবাসী ইহুদিরা আবেদন জানিয়েছিলেন। এই নিলামের প্রতিবাদে বিক্ষোভও প্রদর্শন করেছিলেন তাঁরা। তবে এই ঘড়িটিকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের অংশ’ হিসেবে আখ্যা দিয়ে নিলাম জারি রাখে মেরিল্যান্ডের নিলাম সংস্থাটি। ঘড়িটিতে হিটালরের অদ্যাক্ষ, অর্থাৎ - AH খোদাই করা রয়েছে। তাছাড়া ঘড়িটিতে নাৎজি স্বস্তিকা চিহ্নও রয়েছে।

জানা গিয়েছে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে এক ফরাসি সৈনিক এই ঘড়িটি বাজেয়াপ্ত করেছিলেন। এই আবহে অকশন হাউজের প্রেসিডেন্ট নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘যিনি এই ঘড়িটি কিনেছেন, তিনি নিজে একজন ইউরোপীয় ইহুদি।’

পরবর্তী খবর

Latest News

স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে সঙ্গে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,৩ দাবি মানলেন মমতা, কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.