কার্যত ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আগের সব বিধিনিষেধ উঠিয়ে দিল ভারতীয় রেল। স্পেশাল রাজধানী ট্রেন ও বিশেষ মেইল ও এক্সপ্রেস ট্রেনের জন্য এই পরিবর্তিত নিয়ম লাগু হবে। এখনও আনুষ্ঠানিক ভাবে সাধারণ রুটিন অনুযায়ী ট্রেন পরিষেবা চালু করেনি ভারতীয় রেল। চলছে বিশেষ রাজধানী ট্রেন ৩০টি। এছাড়াও আছে শ্রমিক স্পেশাল ট্রেন। পয়লা জুন থেকে একশো জোড়া ট্রেন চালু করছে রেল।
নয়া নিয়ম অনুযায়ী এবার লকডাউনের আগের মতোই, ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটা যাবে। বিশেষ রাজধানী ট্রেনের জন্য প্রথমে সাত দিন, তারপর তিরিশ দিন করা হয়েছিল অগ্রিম বুকিংয়ের সময়কাল। এবার সেটা বাড়িয়ে ৩০ দিন করা হল। রেল জানিয়েছে পার্সেল ও লাগেজও বুক করা যাবে এই ২৩০টি ট্রেনের জন্য। মে ৩১ সকাল আটটা থেকে নয়া নিয়মে টিকিট কাটা যাবে।
একই সঙ্গে চলতি বুকিং, তৎকাল পরিষেবা ইত্যাদি ফের চালু করা হচ্ছে। মার্চ ২৫ তারিখ থেকে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছিল। পয়লা মে থেকে শ্রমিক স্পেশাল ও ১২ মে থেকে বিশেষ রাজধানী ট্রেন চালু করে ভারতীয় রেলওয়েজ।