বাংলা নিউজ > ঘরে বাইরে > তালিবানের ভয়, বিমানবন্দরে জওয়ানের হাতে দুধের শিশুকে তুলে দিলেন মা : ভিডিয়ো

তালিবানের ভয়, বিমানবন্দরে জওয়ানের হাতে দুধের শিশুকে তুলে দিলেন মা : ভিডিয়ো

ছবি : ফেসবুক (Facebook)

নিজের সন্তানকে বিমানবন্দরের পাঁচিলে তুলে দিতে দেখা গেল এক মা-কে।

তালিবানদের ভয়ে আফগানিস্তান থেকে পালাতে চাইছেন লক্ষ লক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ার দৌলতে, বিমানবন্দরের পরিস্থিতি কেমন, তা কারও অজানা নয়। এবার সেরকমই এক মর্মান্তিক ছবি উঠে এল। নিজের সন্তানকে বিমানবন্দরের পাঁচিলে তুলে দিতে দেখা গেল এক মা'কে।

কাবুল বিমানবন্দরের পাঁচিলে তখন ধাক্কা দিচ্ছেন হাজার হাজার মানুষ। সকলের আর্জি বিমানে যাতে তাঁদের অন্য দেশে নিয়ে যাওয়া হয়। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন উজবেকিস্তান, ভারত ইত্যাদি নিরাপদ স্থানে যেতে চাইছেন তাঁরা। কিন্তু নিরাপত্তা ও নিয়মের কারণেই সকলকে বিমানে তোলা অসম্ভব। কোনওমতে ভিড় মোকাবিলা করছেন মার্কিন ও ব্রিটিশ সেনা জওয়ানরা।

সেই সময়েই এক মা মরিয়া হয়ে নিজের সন্তানকে তুলে দেন। পাঁচিল ও কাঁটাতারের বেড়ার অন্য পারে জওয়ানদের হাতে তুলে দেন দুধের শিশুকে। অনুরোধ করেন যাতে তাঁকে না হোক, তাঁর সন্তানকে যেন আফগানিস্তান থেকে নিয়ে যাওয়া হয়। পরম মমতায় শিশুটিকে কোলে নেন এক জওয়ান।

দেখুন সেই ভিডিয়ো :

ওই শিশুর মা বা পরিবারের অন্যান্য সদস্যরা কোথায় আছেন, আদৌ বিমানে স্থান পেয়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

বন্ধ করুন