শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের বালখ প্রভিন্সের উত্তরের অংশ। এই হামলার নেপথ্যে জঙ্গি সংগঠন আইএসআইএস রয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার দায় জঙ্গি সংগঠন স্বীকার করেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এক আইএস জঙ্গির গুপ্তচরকে হত্যা করে তালিবান শাসিত আফগানিস্তানের প্রশাসন। তারপর গভর্নর মৌলালি মহম্মদ দাউদ মুজামিলকে হত্যা করা হয় এক বিস্ফোরণে। আফগান গভর্নরের সেই হত্যার রেস কাটতে না কাটতেই ফের নতুন করে সেদেশে বিস্ফোরণের ঘটনায় বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে। ( 'ছোটবেলায় বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছি,' বিস্ফোরক DCW প্রধান স্বাতী)
বালখ প্রভিন্সের মুখপাত্র মহম্মদ আসিফ ওয়াজিরি জানিয়েছেন, ‘বলখের পুলিশ পরিচালিত দ্বিতীয় জেলায় একটি বিস্ফোরণ ঘটেছে’। তাঁরা জানিয়েছেন, ‘আমরা বিস্তারিত জানাব’। এই বিস্ফোরণের ফলে হতাহতের সংখ্যা খুব একটা বাড়বে না বলে মনে করছে প্রশাসন। তবে তদন্ত তারা জারি রেখেছে। বালখের বিশিষ্ট সাংবাদিক মহম্মদ ফারদিন নৌরাজি জানিয়েছেন, বহু সাংবাদিকরা এই ঘটনায় আহত হয়েছেন। তহে আহতদের সংখ্যা সম্পর্কে তিনি বিশেষ কিছু জানাননি।
প্রাথমিকভাবে জানা যায়নি, কোন কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তার কারণ। তালিবান প্রশাসন ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করে দিয়েছেন, যে কেন বা কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, তার নানান দিক নিয়ে। এদিকে, বালখের গভর্নররে মৃত্যুর পর কান্দাহারের প্রশাসন আপাতত বালখ প্রভিন্সের দেখভালের দায়িত্বে রয়েছে। তবে পর পর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে তালিবান প্রশসন। এর আগে, কাবুলে এক কূটনীতিবিদের হত্যার ঘটনায় অভিযুক্ত এক আইএস জঙ্গিকে হত্যা করা হয়। কারি ফতেহ নামের ওই জঙ্গিকে কাবুলে হত্যা করা হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup