বাংলা নিউজ > ঘরে বাইরে > Afghanistan Blast: আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! টানেলের ভিতর জ্বালানির ট্যাংকার দুর্ঘটনায় মৃত ১৯, আহত ৩২

Afghanistan Blast: আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! টানেলের ভিতর জ্বালানির ট্যাংকার দুর্ঘটনায় মৃত ১৯, আহত ৩২

আফগানিস্তানে জ্বালানির ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত ১৯ AP/PTI (AP)

আফগানিস্তানের পারওয়ান প্রভিন্সের তরফে মুখপাত্র হিমাতুল্লাহ শমিম জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন ৩২ জন। মৃতদের মধ্যে রয়েছেন বহু মহিলা ও শিশু।

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে এক টানেলের মধ্যে জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে ১৯ জনের। ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। কাবুল থেকে ৮০ মাইল উত্তরে 'সালাং টানেল' এ এই ঘটনা ঘটেছে। এই টানেল মূলত ১৯৬০ সালে সোভিয়েত রাশিয়া গড়েছিল। 

আফগানিস্তানের উত্তর ও দক্ষিণের সংযোগ রক্ষার জন্য এই টানেল বা সুড়ঙ্গ গড়ে তোলা হয়। আফগানিস্তানের পারওয়ান প্রভিন্সের তরফে মুখপাত্র হিমাতুল্লাহ শমিম জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন ৩২ জন। মৃতদের মধ্যে রয়েছেন বহু মহিলা ও শিশু। তবে আশঙ্কা করা হচ্ছে যে, ঘটনার আহতের সংখ্যা হু হু করে বেড়ে যেতে পারে। কারণ টানেলের মধ্যে ওই আহতরা আটকে রয়েছেন বলে খবর। ফলে বেড়ে যেতে পারে আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, শনিবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে। মুহূর্তে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়।

'দুর্নীতিকে রেডকার্ড', বিশ্বকাপ 'ফুটবল ফিভার' নিয়ে মোদী দিলেন ঝোড়ো বার্তা

জানা গিয়েছে, শনিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে যায়। পারওয়ান এলাকার স্বাস্থ্য দফতর মোট ১৪ জন মৃতর তথ্য পয়েছে, এছাড়াও ২৪ জন আহতকে হাসপাতালে পেয়েছে বলে জানিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলেও খবর। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২ টি শিশুও রয়েছে। জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা। জানা গিয়েছে, আহতদের উদ্ধারের কাজ চলছে। বহু প্রশাসনিক টিম সেখানে নেমেছে উদ্ধার কাজে।

 

 

 

 

 

বন্ধ করুন