আজ ১৫ অগস্ট। ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারও লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর টানা ১১ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে তিনি নজির গড়লেন। টপকে গেলেন ইউপিএ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে ভাষণের নিরিখে তৃতীয় স্থানে উঠে গেলেন নরেন্দ্র মোদী। তাঁর আগে যে দুজন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি ভাষণ দিয়েছেন। তাঁরা হলেন জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী। তাঁদের পরেই এবার স্থান হল মোদীর।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সিভিল কোডে আছি আমরা, লালকেল্লা থেকে ধর্মনিরপেক্ষ বিধির ডাক মোদীর
তথ্য অনুযায়ী, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা ১৭ বার স্বাধীনতা দিবসে বক্তৃতা দিয়েছিলেন। এরপরে ইন্দিরা গান্ধী ১৬ বার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। প্রথমে ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এবং তারপরে ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। তাঁদের পরে এতদিন তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে স্থান পেয়েছিলেন মনমোহন সিং। তিনি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ১০ বার স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তবে এবার টানা ১১ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে মনমোহনকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি সেই সময় ক্ষমতায় আসার পরে স্বচ্ছ ভারত এবং জনধন অ্যাকাউন্টের মতো বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন। তবে শুধু স্বাধীনতা দেশের দিবসে টানা ভাষণ দেওয়ার নিরিখেই নয়, দীর্ঘক্ষণ ধরে ভাষণ দেওয়ার ক্ষেত্রেও রেকর্ড রয়েছে মোদীর।
২০১৬ সালে ৯৪ মিনিট বক্তৃতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। পরে ২০১৭ সালে তিনি ৫৫ মিনিট বক্তৃতা রেখেছিলেন। আর এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরাল ১৯৯৭ সালে ৭১ মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা দিবসে। নেহরুর দীর্ঘতম বক্তৃতা ছিল ১৯৪৭ সালে। তিনি ওই বছর ২৪ মিনিটের বক্তব্য রেখেছিলেন। ইন্দিরা গান্ধী ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে ৫৪ মিনিটের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। প্রসঙ্গত, এই বছরের স্বাধীনতা দিবসের থিম হল বিকশিত ভারত, যা ২০৪৭ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা।