বাংলাদেশের দুটি পাঠ্যবই ও সেদেশের জরিপ অধিদফতরের ওয়েবসাইটে এক মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে ভারতের ভূখণ্ড বলে দেখানো হয়। এতেই ইউনুস সরকারের বাংলাদেশের ওপর ক্ষোভে ফেটে পড়ে বেজিং। এরপরই বাংলাদেশের তরফে সদ্য ইউনুস সরকারের বিদেশমন্ত্রক মুখ খুলেছে। ইউনুস সরকারের বিদেশমন্ত্রক জানিয়েছে, চিনের আপত্তির বিষয়টি পর্যালোচনা করবে ঢাকা।
গত ৫ অগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর্বের পর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে নানান পর্ব দেখা গিয়েছে। ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে ঢাকা। সদ্য ইউনুস সরকার ফের জানিয়েছে, তারা হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লির কাছে সংশ্লিষ্ট নথিও পাঠিয়েছে। তবে এবিষয়ে এখনও দিল্লি কিছু জানায়নি বলে খবর। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, সীমান্তে কাঁটাতারের বেড়া সহ একাধিক বিষয় নিয়ে সদ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক পর্ব উঠে আসছে। এরই মাঝে বাংলাদেশের পাঠ্যবইতে আকসাই চিন ও অরুণাচল প্রদেশকে ভারতের অংশ দেখানোয় বাংলাদেশের কাছে আপত্তি তুলেছে চিন। সেই প্রেক্ষিতে, ইউনুস সরকারের বিদেশমন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি পর্যালোচনা করে পদক্ষেপ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি পর্যালোচনা ও পদক্ষেপের নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। একথা জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম। উল্লেখ্য, বাংলাদেশের পাঠ্যবই ও জরিপের অধিদফতরের ওয়েবসাইটের মানচিত্র নিয়ে চিনের এই 'আপত্তি' এমন একটি সময় এসেছে যখন ভারত-বাংলাদেশ সম্পর্কে মাঝে একাধিক ইস্যু উঠতে শুরু করেছে। এই অবস্থায় চিনের প্রতি, বিষয়টি পর্যালোচনা করার বার্তা দিয়ে ঢাকাও নিজের অবস্থান জানান দিয়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে, চিনের আপত্তি পেয়ে ইউনুস সরকারের বিদেশমন্ত্রক যোগাযোগ করে বাংলাদেশের শিক্ষামন্ত্রক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে। জানা যায়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওই দুই পাঠ্য বইতে ও জরিপের অধি দফতরের ওয়েবসাইটে বিষয়গুলি এমনভাবেই ছিল। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে চিন নিজের এলাকা বলে দাবি করে। তারা ওই এলাকার নাম নিজের মতো করে ‘জাংনান’ রেখে দিয়েছে। তবে এসবে কোনও মান্যতা দেয়না ভারত। এবিষয়ে বহুদিন আগে চিনের প্রতি কটাক্ষের সুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন,'আমি চিনকে জিজ্ঞাসা করতে চাই, যদি আমরা প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্যের নাম পাল্টে দিই, তাহলে কি সেগুলি আমাদের হয়ে যাবে?'