সদ্য দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে গত শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। সেই ঘটনা ঘিরে কোচিং সেন্টারগুলিতে পরিকাঠামো কতটা ঠিক, কতটা নিয়ম মেনে কোচিং সেন্টারগুলি চালানো হচ্ছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির বিধানসভা এই ইস্যুতে উত্তাল। সেখানে বিজেপি সরব হয়েছে আপ সরকারের বিরুদ্ধে। রাজ্যসভায় কোচিং সেন্টার নিয়ে মুখ খুলেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবার দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী জানিয়েছেন, কোচিং সেন্টারগুলিকে নিয়ে দিল্লি সরকার এবার নয়া বিল আনার পরিকল্পনায় রয়েছে।
দিল্লিতে কোচিং সেন্টারগুলির জন্য এবার নয়া বিল আনার পরিকল্পনায় আম আদমি পার্টির সরকার। পরিকাঠামো, ফি, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত দিক মিলিয়ে কী কী বিধি পালনীয়, তার নিরিখে আসতে চলেছে এই বিল। এই নয়া বিলের কথা ঘোষণা করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী। দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে সেখানে তিন পড়ুয়ার জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে যায়। ঘটনায় ব্যাপক তোলপাড় হয়। সেই ঘটনা নিয়ে দিল্লির বিধানসভায় সরব হন মন্ত্রী অতিশী।
অতীশি বলেছেন,কোচিং সেন্টার নিয়ে প্রস্তাবিত আইনটি বেসরকারি স্কুল, হাসপাতাল এবং নার্সিং হোমগুলিকে নিয়ন্ত্রিত আইনের মতো হবে। তিনি বলেন, দিল্লির সব কোচিং সেন্টার ওই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এছাড়াও কোচিং সেন্টারগুলি কত করে ফি নিচ্ছে, তাও নিয়ন্ত্রিত হবে। তিনি সাফ জানান, ‘কোচিং সেন্টারগুলোকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া বন্ধ করা হবে।’ এর আগে, রাজ্যসভায় জগদীপ ধনখড় বলেন, 'কোচিং সেন্টারগুলি কার্যত ব্যবসা হয়ে গিয়েছে। যখনই কাগজ খুলি , তখনই দেখি বিজ্ঞাপন।' সব মিলিয়ে দিল্লিতে আপাতত কোচিং সেন্টার ঘিরে আইনি বিধি নিষেধ পালনের ক্ষেত্রে জোর দিতে শুরু করেছে প্রশাসন। অতিশী বলেন, কোচিং সেন্টারগুলির নিয়মিত পরিদর্শন হতে থাকবে এবার থেকে। এই বিল নিয়ে পরামর্শ নিতে, কোচিং সেন্টারের পড়ুয়াদের আহ্বান করেছেন অতিশী। coaching.law.feedback@gmail.com এই ইমেল-এ পড়ুয়াদের নিজেদের মতামত জানাতে বলা হয়েছে। তিনি বলেন, কোচিং সেন্টারগুলিতে কী কী নিয়মবিরুদ্ধ ঘটনা চলছে, তা সবচেয়ে ভালো জানেন পড়ুয়ারা। ফলে তাঁদের পরামর্শ দরকার। এছাড়াও তিনি বলেন, এই প্রস্তাবিত আইনের জন্য বিল আনার ক্ষেত্রে ‘ আমরা (প্রস্তাবিত আইন আনার জন্য) একটি কমিটি গঠন করব...এতে দিল্লির সরকারি কর্মকর্তা ছাড়াও কোচিং সেন্টারের ছাত্র থাকবেন।’