সদ্য মুম্বইয়ের কুরলায় দুর্ঘটনাগ্রস্ত হয় একটি বেস্ট বাস। যে দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন ৪২ জন। আকস্মাৎ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাসের মধ্যেও। আতঙ্কিত বাসযাত্রীরা বুঝতে পারছিলেন না কী করণীয়, কোথায় আশ্রয় নেবেন, কী ঘটে যাচ্ছে…! চারিদিকে আতঙ্কের রেশের মধ্যেই যখন বাস খানিকটা ফাঁকা হয়ে যায়, তখন বাসের ভিতরে কেবিন থেকে বেরিয়েই বাসের চালক দুটি ব্যাগ নিয়ে সোজা বাসের ভাঙা জানলা দিয়ে বেরিয়ে যান। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।
কুরলায় এই বাস দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার বহু ভিডিয়ো ক্লিপ সামনে এসেছে। তবে তারই মাঝে এসেছে সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা যাচ্ছে, ওই ইলেকট্রিক বাসের ভিতরের দৃশ্য। প্রথমে আর চার পাঁচটা বাসের মতোই ভিড় ছিল সেখানে। নিজের মতো করে চলছিল বাসও। হঠাৎ ঝাঁকুনি! তাল কাটে ছন্দের। এরপরই দুর্ঘটনার জেরে হুড়োহুড়ি পড়ে যায় গোটা বাসের ভিতর। তখনই দেখা যায়, ধীরে ধীরে প্রাণ রক্ষার্থে অনেকেই নেমে পড়েন। নামার সময়ও দরজার কাছে হুড়োহুড়ি হয়। অনেকে ভাঙা জানলা দিয়েও বেরিয়ে যান। তবে এমন করুণ পরিস্থিতির মাঝে বাসের চালককে ঘিরে কিছু দৃশ্য নেটপাড়ায় আলোচনার ঝড় তুলেছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাস যখন প্রায় ফাঁকা, তখন সেখানে পড়ে থাকা ২ টি ব্যাগ তুলে নিয়ে সোজা ভাঙা জানলা দিয়ে বেরিয়ে গেলেন চালক। তাঁর কেবিন থেকে বেরিয়ে এই কাণ্ড তিনি ঘটান। এদিকে, ততক্ষণে বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতের সংখ্যাও কম নয়। রক্তাক্ত পরিস্থিতিতে তখন প্রাণ বাঁচাতে অনেকেই ছোটাছুটি করছেন। অনেকেই হতভম্ব। এমন আকস্মিক দুর্ঘটনায় অনেকেই ত্রস্ত তখন। সেই করুণ অবস্থার মাঝেও বাস চালককে দেখা গেল, ২ টি ব্যাগ তুলে নিতে।
জানা গিয়েছে, কুরলার ওই ঘটনায় সঞ্জয় মোরে নামে ওই বাস চালককে গ্রেফতার করা হয়। আপাতত তিনি ২১ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে থাকবেন। প্রসঙ্গত, BEST এবং মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (MSRTC) এর শীর্ষ আধিকারিকরাও বুধবার বেসরকারী অপারেটরদের সাথে চালক প্রশিক্ষণ এবং অতিরিক্ত সুরক্ষা পদক্ষেপের দিকে মনোনিবেশ করার জন্য একটি বৈঠক করেছেন সদ্য।