সিগারেট দিতে না চাওয়ার শাস্তি। বিহারের গোপালগঞ্জের এক মাঝবয়সী ব্যক্তির শরীরের গোপন স্থানে টর্চ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় যায় যে তাঁর পাকস্থলীর কাছে চলে যায় সেই টর্চটি। এর জেরে পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। পরবর্তীতে চিকিৎসকরা অপারেশন করে টর্চটি বের করেন।
সূত্রের খবর, ২৬ জুন গ্রামে জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওই ব্যক্তিও আমন্ত্রিত ছিলেন। তার কাছ থেকে কয়েকজন সিগারেট চায়। কিন্তু তিনি সিগারেট দিতে চাননি। এরপরই তাকে কাছের মাঠে টেনে নিয়ে যায় জনাপাঁচেক লোক। প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর প্যান্ট খুলিয়ে ১২ ইঞ্চি লম্বা একটি টর্চ তার শরীরের গোপন জায়গা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তীব্র যন্ত্রনায় ককিয়ে ওঠেন ওই ব্যক্তি। কিন্তু তবু রেহাই মেলেনি।
এদিকে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে। দুজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে পাঁচজন অভিযুক্তের মধ্যে তিনজন একই গ্রামের। বাকি দুজন অন্য গ্রামের বাসিন্দা।
সামান্য কারনে তারা কেন এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটাল তা পুলিশ খতিয়ে দেখছে।