বাংলা নিউজ > ঘরে বাইরে > কৃষক নেতা কান্নার পর গাজিপুরে জমায়েত আরও আন্দোলনকারীর, পিছু হটল যোগীর পুলিশ

কৃষক নেতা কান্নার পর গাজিপুরে জমায়েত আরও আন্দোলনকারীর, পিছু হটল যোগীর পুলিশ

কান্নায় ভেঙে পড়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইত। (ছবি সৌজন্য এএনআই)

বৃহস্পতিবার রাতের মধ্যেই কৃষকদের গাজিপুর থেকে সরে যেতে বলেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু পালটা পিছু হটল যোগী আদিত্যনাথের পুলিশ।

রাতেই গাজিপুর সীমান্ত খালি হয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইতের আবেগপ্রবণ ভাষণের পরই পালটে গেল পুরো ছবিটা। হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ থেকে আরও কৃষক গাজিপুর সীমান্তে এসে জড়ো হচ্ছেন। আবারও গতি পাচ্ছে আন্দোলন। সেই পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। 

কোনও লিখিত নির্দেশ না থাকলেও বৃহস্পতিবার রাতের মধ্যেই কৃষকদের গাজিপুর থেকে সরে যেতে বলেছিল উত্তরপ্রদেশ সরকার। মোতায়েন করা হয়েছিল তিন কোম্পানি সিএপিএফ, ছ'কোম্পানি পিএসি (উত্তরপ্রদেশের প্রভিশনাল আর্মড কনস্টেবুলারি) এবং হাজারের মতো পুলিশ। বিক্ষোভস্থলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ারও অভিযোগ উঠেছিল। তারইমধ্যে রাকেশ তিকাইতের ভাই তথা কৃষক নেতা নরেশ জানান, বৃহস্পতিবার রাতেই কৃষকদের আন্দোলন শেষ হয়ে যাবে। কৃষকদের একাংশও আন্দোলনস্থল থেকে ফিরে যেতে শুরু করেন।

কিন্তু সন্ধ্যার পর থেকেই ছবিটা পালটাতে শুরু করে। গাজিপুরের আন্দোলনকারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যতদিন না কেন্দ্র তিন কৃষি আইন প্রত্যাহার করছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে। যদি যোগী আদিত্যনাথের প্রশাসন পুলিশ ব্যবহার করে, তাহলে গাজিপুরেই আত্মহত্যার হুঁশিয়ারি দেন রাকেশ। দাবি করেন, আরও কৃষক গাজিপুরের বিক্ষোভে যোগ দেবেন। সেইসঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনেরও ডাক দেন তিনি।

তাঁর আবেগতাড়িত ভাষণের পর থেকেই হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা গাজিপুর সীমান্তে জমায়েত করতে শুরু করেন। প্রবল ঠান্ডার মধ্যেই রাতভর গাজিপুরে কাটাতে থাকেন কৃষকরা। গত ২৬ নভেম্বর থেকে সেভাবেই আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। সেই পরিস্থিতিতে রাতেই আন্দোলনস্থল থেকে সরে যায় উত্তরপ্রদেশ পুলিশ এবং পিএসি। সকালের দিকে আন্দোলনস্থল থেকে 'জয় জওয়ান, জয় কিষান', 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান তোলা হয়।

এদিকে, কৃষকদের সমর্থনে রাতের দিকে হরিয়ানার জিন্দে হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা। এক বিক্ষোভরত কৃষক জানান, প্রতীকী ধরনা চালানো হচ্ছে। সংগঠনের মধ্যে বৈঠকের কৌশল তৈরি করা হবে। তারপর আজ (শুক্রবার) দিল্লির উদ্দেশে রওনা দেবে। তিনি বলেন, 'যদি কৃষকরা কাঁদেন, তাহলে সরকার নিজের ক্ষমতা দিয়ে কী করবে।'

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.