সোমবার বিধানসভা ও ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেন সুদীপ রায় বর্মণ এবং আশীষ সাহা। রাজ্যের দুই হেভিওয়েট বিধায়কের পদত্যাগের কয়েক ঘণ্টা পরেই ত্রিপুরা সরকারের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন যে বিজেপি সরকারকে সংখ্যালঘু সরকারে পরিণত করতে এবং সরকারের স্থিতিশীলতা নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র চলছে।
উল্লেখ্য, সুশান্ত সুদীপ বর্মণ ঘনিষ্ঠ বলেই পরিচিত। মনে করা হয়েছিল যে সুদীপের সঙ্গে হয়ত তিনিও দল ছাড়তে পারেন। তবে তাঁর গলায় সুদীপ অনুসরণের সুরের বদলে বিজেপির প্রতি আনুগত্যের সুরই শোনা গেল। সুশান্তকে গতবছরই মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দীর্ঘদিন কংগ্রেস করা সুশান্তকে নিয়েও জল্পনা ছিল সুদীপ বিদ্রোহের মাঝে। তবে আপাতত তিনি বিজেপিতেই থাকছেন বলে স্পষ্ট করে দিলেন।
এদিন সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়ে সুশান্ত বলেন, ‘এর আগে কংগ্রেস ছাড়ার পর তিনি (সুদীপ রায় বর্মণ) বলেছিলেন যে তিনি স্বস্তি বোধ করছেন। এবার বিজেপি ছাড়ার পর একই কথা বললেন তিনি। তিনি দলে থাকবেন কি থাকবেন না, সেটা তাঁর পছন্দ। কিন্তু আমরা তাঁর বক্তব্যের নিন্দা জানাই। তিনি বলেছিলেন যে সরকার সংখ্যালঘু হয়ে যাবে। সরকারকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। জনগণ ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে।’