বাংলা নিউজ > ঘরে বাইরে > New Start Treaty & Nuclear War Chances: বাড়ছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা? পুতিন 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরতেই উঠল প্রশ্ন

New Start Treaty & Nuclear War Chances: বাড়ছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা? পুতিন 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরতেই উঠল প্রশ্ন

ভ্লাদিমির পুতিন (AP)

এদিকে 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরে আসার পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে আমেরিকা। পুতিনের ঘোষণাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে আমেরিকা। কিন্তু কী এই ‘নিউ স্টার্ট’ চুক্তি?

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির দুই দিন আগে আমেরিকার সঙ্গে ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে সরে এল রাশিয়া। আদতে এই চুক্তির মাধ্যমে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিল রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বকে চিন্তায় ফেলে সেই চুক্তি থেকেই বেরিয়ে এসেছে রাশিয়া। এই 'নিউ স্টার্ট' চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এই চুক্তির মাধ্যমে এটা নির্ধারণ করা হত যে আমেরিকা এবং রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে। তবে রাশিয়া এই চুক্তি থেকে সরে আসায় দুই দেশের মধ্যে উত্তেজনার আবহাওয়া আরও বাড়ল বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, এর আগে, গতবছর রুশ সেনাকে কার্যত পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন পুতিন। (আরও পড়ুন: মার্চের প্রথম সপ্তাহেই ক্যাবিনেট বৈঠকের পর আসবে সুখবর, বাড়বে ডিএ, মিলবে বকেয়া)

এদিকে 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরে আসার পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে আমেরিকা। পুতিনের ঘোষণাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে আমেরিকা। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন অবশ্য জানান, পুতিনের এই সিদ্ধান্তের পরও আলোচনার টেবিলে বসার দরজা খোলা রাখছে ওয়াশিংটন। উল্লেখ্য, রাশিয়ার নাকের ডগা দিয়ে সবার চোখের অগোচরে ইউক্রেন থেকে ঘুরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ইউক্রেন সফরের পরই এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। প্রসঙ্গত, ২০১০ সালে, বারাক ওবামার আমলে, মস্কোর সঙ্গে ‘নিউ স্টার্ট’ নামে ওই চুক্তি সই হয়েছিল রাশিয়ার। চেক প্রজাতন্ত্রের প্রাগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেই চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তবে বাইডেন প্রশাসন সেই চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করেছিল। তবে এবার একতরফা ভাবে সেই চুক্তি ভাঙার কথা ঘোষণা করলেন পুতিন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে রেগন ও গর্বাচভ এক চুক্তি করে ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্রগুলিকে নিষিদ্ধ করেছিল। সেই চুক্তির প্রেক্ষিতে ১৯৯১ সালে ২ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আমেরিকা এবং রাশিয়া। তবে বাইডেনের ইউক্রেন সফর এবং ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে যুদ্ধে সাহায্য করার ঘোষণার পর ফের একবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিল বিশ্বে। পুতিন পরমাণু নিরস্ত্রীকরণের চুক্তি বাতিল করায় পূর্ব ইউরোপের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেকরা। এদিকে ‘নিউ স্টার্ট’ চুক্তি বাতিলের কথা মঙ্গলবার বার্ষিক ‘স্টেট অফ দ্য নেশন’ বক্তৃতায় ঘোষণা করেন পুতিন। সেখানে তিনি বলেন, 'রাশিয়া যুদ্ধ চায় না। পশ্চিমি শক্তি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ক্রাইমিয়ার উপরে হামলা চালানোর ছক কষছে।' মনে করা হচ্ছে, রাশিয়ার যুদ্ধকে 'যুক্তিসঙ্গত' প্রমাণ করতেই পুতিনের অই বয়ান। আর তারই মধ্যে 'নিউ স্টার্ট' চুক্তি থেকে পুতিন বেরিয়ে আসার ঘোষণা করায় বিশ্ব শান্তি ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন