বাংলা নিউজ > ঘরে বাইরে > অসমের চোরাপাচারকারীর সঙ্গে কি যোগ রয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রীর? মুখ খুললেন জোরামথাঙ্গা

অসমের চোরাপাচারকারীর সঙ্গে কি যোগ রয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রীর? মুখ খুললেন জোরামথাঙ্গা

মনিপুরের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। ছবি সৌজন্য পিটিআই। (PTI)

চোরাপাচারকারীর সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রীর ছবি ভাইরাল হতেই, বিতর্ক ঘিরে বিবৃতি প্রকাশ জোরামথাঙ্গার দফতরের।বিতর্ক দানা বাঁধতেই মিজোরামের মুখ্যমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়েছেন ওই চোরাপাচারকারীর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি জানান, ২৫ নভেম্বর রাতের নৈশভোজে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আমন্ত্রণ পেয়েই নয়া দিল্লির অসম হাউসে যান। 

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এক নৈশভোজ আয়োজিত হয়েছিল ২০২১ সালের ২৫ নভেম্বর। শোনা যায়, মুখ্যমন্ত্রী হিসাবে সেই বারই প্রথমবা হিমন্ত বিশ্বশর্মা সাক্ষাৎ করেন মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সেদিন সেই নৈশভোজে এই দুই মুখ্যমন্ত্রী , বিশিষ্টজনরা ছাড়াও উপস্থিত ছিলেন জনৈক আবু মজুমদার। যে ব্যক্তির পরিচিতি সুপুরির চোরাপাচারকারি হিসাবে রয়েছে। এক ছবি সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, দুই মুখ্যমন্ত্রীর নৈশভোজে উপস্থিত রয়েছে ওই চোরাপাচারকারী।

বিতর্ক দানা বাঁধতেই মিজোরামের মুখ্যমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়েছেন ওই চোরাপাচারকারীর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি জানান, ২৫ নভেম্বর রাতের নৈশভোজে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আমন্ত্রণ পেয়েই নয়া দিল্লির অসম হাউসে যান। উল্লেখ্য, বেশ কয়েকটি সংবাদপত্রের খবর অনুযায়ী সেদিন রাতের নৈশভোজ আয়োজন করা হয়েছিল মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার তরফে। তবে সেই অভিযোগ নস্যাৎ করেন জোরামথাঙ্গা। মিজোরামের মুখ্যমন্ত্রী যেমন সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে ওই সুপারির চোরাপাচারকারীর কোনও যোগ নেই। তেমনই তিনি বিবৃতিতে স্পষ্ট করেন ওই কুখ্যাত পাচারকারী সেদিন রাত্রে আমন্ত্রিতের তালিকায় ছিলেন।

উল্লেখ্য, সেই রাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ছিলেন অসমের আরও এক মন্ত্রী অতুল বোরা। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রীও সেখানে সপারিষদ গিয়েছিলেন। প্রসঙ্গত, অসমে চোরা পথে পাচার হয়ে থাকে মায়ানমারের সুপারি। আর এই পাচারের রোডম্যাপ যায় মিজোরামোর উপর দিয়ে। গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে অসম সরকার। গত কয়েকদিনে সুপারি পাচারের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বহু বিজেপি নেতা। বার্মা-সুপারি পাচার ইস্যুতে কয়েকদিন আগেই অসম পুলিশ পাচারের কিনপিন আবু মজুমদারের বাড়িতে তল্লাশি করে। এরপরই এই বিতর্কিত ছবি প্রকাশ্যে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

ঘরে বাইরে খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.