ঘটনা মধ্যপ্রদেশের। ভিড়ে ঠাসাঠাসি জনতার মাঝে ভাষণ দিচ্ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। তখনই এসে এক ব্যক্তি, তাঁর এক বছর বয়সী অসুস্থ সন্তানকে ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীর মঞ্চে ডায়াসের কাছে। ঘটনায় ততক্ষণে সকলে চমকে ওঠেন। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তৎপর হন। এরপরই বেরিয়ে এল আসল ঘটনা।
জানা গিয়েছে, মুকেশ প্যাটেল নামে এক ব্যক্তি তাঁর অসুস্থ সন্তানকে মুখ্যমন্ত্রীর ডায়াসের কাছে ছুরে দেন। মুকেশের অভিযোগ, তিনি তাঁর সন্তানের অসুস্থতার নিরাময়ের উদ্দেশে বহু চেষ্টা করেও হতাশ, পাননি কোনও সুরাহা। এই সমস্যা থেকে বের হতে সন্তান নরেশ ও স্ত্রী নেহাকে নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দৃষ্টি আকর্ষণ করতেই এই কাজ করেন বলে জানান মুকেশ। তিনি বলছেন, সন্তানের জীবন বাঁচাতে তাঁকে এই কাজ করতে হয়েছে। এদিকে, বাচ্চাকে ছুরে দিতেই মঞ্চে গিয়ে পড়ে সে। মুহূর্তে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে কান্নারত বাচ্চা তার মায়ের কোলে তুলে দেন সকলে। মুকেশ বলছেন, তাঁর ছেলের রয়েছে হার্টে ফুটো। তার চিকিৎসার প্রয়োজন। তবে তাঁর পরিবারে সেই টাকা নেই , যাতে তিনি চিকিৎসা করতে পারেন।
( আয় বাড়বে, পেতে পারেন নতুন চাকরি! এই মহাযোগে ভাগ্য ফিরছে ৩ রাশির)
( মাঝ আকাশে ঝঞ্ঝার মাঝে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত বহু যাত্রী)
পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি তারপর খোঁজ নেন, কী ঘটেছিল সেই সময়? জানতে চান, কেন ওই শিশুকে ওভাবে ছুরে ফেলা হয়। তারপর তিনি জানান, সমস্ত রকমের চেষ্টা তিনি করবেন যাতে পরিবারের সাহায্য করা যায়। তিনি এলাকার কালেক্টরকে এই বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভবনে চিঠি পাঠাতে বলেন। উল্লেখ্য, এই ঘটনা ঘটে যায় মধ্যপ্রদেশের সহজপুরে। মুকেশ প্যাটেল সেই গ্রামেরই বাসিন্দা। তিন মাস বয়স থেকেই ওই শিশুর হার্টে সমস্যা রয়েছে বলে জানা যায়। তার চিকিৎসায় ৪ লাখ টাকা খরচের পরও হয়নি কোনও সুরাহা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup