চোর সন্দেহে মারধর করে মেরে ফেলার ঘটনা তো অনেক শুনে থাকবেন আপনি, কিন্তু কখনও কি শুনেছেন চোর ধরার পর তাকে ভালোবেসে আবার খাবার খেতে দেওয়া হলো? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়, যেখানে চোরকে বেঁধে বেশ কিছুক্ষণ মারধর করার পর আবার খাবারও দেওয়া হল তাকে।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার একটি গ্রামে। গ্রামের এক যুবককে চোর সন্দেহে একটি পিলারের সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসীরা। শুধু তাই নয়, সকলে মিলে ওই চোরকে বেঁধে রেখে মারধোরও করে। কিন্তু তারপরেই যা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না। কিছুক্ষণ মারধর করার পর যখন ওই যুবক বলে তার খিদে পেয়েছে, তখন বেঁধে রাখা অবস্থাতেই তাকে খেতে দেওয়া হয় পুলিহোরা।
(আরও পড়ুন: সপ্তমী হয়ে উঠুক জমজমাট, দুর্গাপুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ পোস্ত)
পুলিহোরা কী?
দক্ষিণ ভারতীয় রাজ্য বিশেষ করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালায় এবং তামিলনাড়ুতে পাওয়া যায় এই পদটি। ঐতিহ্যবাহী এক প্রকারের ভাতকে বলা হয় পুলিহোরা। দক্ষিণ ভারতীয় ভাষায় পুলি কথাটির অর্থ টক। লেবু বা তেঁতুলের টক দিয়ে তৈরি এই ভাত দক্ষিণ ভারতের একটি ঐতিহ্য।
(আরও পড়ুন: অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক)
বেঁধে রাখা ওই চোরকে পেট পুরে পুলিহোরা খাওয়ানোর পর গ্রামবাসীরা সকলে মিলে ঐ চোরকে পুলিশের হাতে তুলে দেয়। পোগালা গনেশ নামের ওই চোর পুলিশের কাছে স্বীকার করেছে যে সে প্রায়ই স্কুল, মন্দির বা বাড়ি থেকে চুরি করে। তবে এই চুরির কথা তার পরিবারের কেউই জানে না। পুলিশের তরফ থেকে ওই যুবককে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।