ভোটের আগে কংগ্রেস আশা করেছিল যে উত্তরাখণ্ডে তারা ফিরে আসবে সরকারে। তবে কংগ্রেসের সে আশায় জল ঢেলে বিজেপি ফের একবার উত্তরাখণ্ডের গদি দখল করে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে থাকা হরিশ রাওয়াত নিজেও হেরে যান। এই আবহে এবার উত্তরাখণ্ডে হরিশ রাওয়াতের বিরুদ্ধে উঠল টিকিট বিক্রির অভিযোগ।
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি হরিশ রাওয়াতের বিরুদ্ধে নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগ তুলেছে দলেরই একাংশ। এই অভিযোগে মর্মাহত হয়ে হরিশ রাওয়াত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন। সেখানে তিনি বলেন, ‘এই অভিযোগ সত্যি হলে কংগ্রেসের উচিত আমাকে বহিষ্কার করা।’ উল্লেখ্য, ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড নির্বাচনে এবারে মাত্র ১৯টি আসনে জেতে কংগ্রেস। এই ভরাডুবির পর থেকেই কংগ্রেসের অন্তরদ্বন্দ্ব শুরু হয়। এই আবহে গুরুতর অভিযোগ ওঠে হরিশ রাওয়াতের বিরুদ্ধে।
হরিশ রাওয়াত লেখেন, ‘পদ ও দলীয় টিকিট বিক্রির অভিযোগ খুবই গুরুতর। মুখ্যমন্ত্রী, দলের রাজ্য সভাপতি, দলের সাধারণ সম্পাদক এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি সেই অভিযোগ তোলা হয় তাহলে তা আরও গুরুতর। একই সাথে, অভিযোগকারী ব্যক্তিও যদি গুরুত্বপূর্ণ পদে থাকেন এবং তাঁর সমর্থকরা এই অভিযোগ প্রচার করে তাহলে তা আরও গুরুতর।’ তিনি আরও লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কংগ্রেস আমার বিরুদ্ধে এই অভিযোগের (পদ এবং ভোটের টিকিট বিক্রি) প্রেক্ষিতে যাতে আমাকে দল থেকে বহিষ্কার করে... এই হোলিকায় হরিশ রাওয়াতকে পোড়ানো উচিত কংগ্রেসের।’