প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার গুজরাটের আমদাবাদে একটি জমকালো রোড শো করলেন। গতকালই প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। ভারতীয় জনতা পার্টি সেই পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতেই বিজয়ী হয়েছে। সেই ফল প্রকাশের একদিন পরেই গুজরাট সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এখানে এই বছরেরই শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিন মোদীকে দেখতে রাস্তার দুই ধারে প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলে দাবি করা হয়েছে বিজেপি সূত্রে। বিমানবন্দর থেকে গান্ধীনগরে বিজেপির রাজ্য সদর দফতর ‘কমলম’ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার জুড়ে এই রোড শো চলে। উল্লেখ্য, গুজরাটে তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রধান মুখ হতে চলেছেন। সম্ভবত আজ তিনি তাঁর ভাষণের মাধ্যমে রাজ্যে ভোটের ঘণ্টা বাজিয়ে দেবেন।
এদিকে আজ বিকেলে আমদাবাদে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের একটি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গ্রাম পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য প্রতিনিধি মিলিয়ে প্রায় ১ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তাছাড়া দুই দিনের সফরে, প্রধানমন্ত্রী আমদাবাদের একটি স্টেডিয়ামে 'খেল মহাকুম্ভ' ক্রীড়া ইভেন্টেরও উদ্বোধন করবেন। তাছাড়া গান্ধীনগর জেলার লাভাদে অবস্থিত রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন মোদী।