বাংলা নিউজ > ঘরে বাইরে > Saket Gokhle: নয়াদিল্লি থেকে গ্রেফতার তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে, কেন এমন ঘটল?‌

Saket Gokhle: নয়াদিল্লি থেকে গ্রেফতার তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে, কেন এমন ঘটল?‌

তৃণমূল নেতা সাকেত গোখলে (PTI)

গত ৫ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে সাকেত গোখলেকে আটক করে গুজরাত পুলিশ। যদিও রাজস্থান পুলিশকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। তারপর তাঁকে আমেদাবাদে নিয়ে এসে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর তাঁকে জামিন দেয় আমেদাবাদের আদালত। তারপর ওই দিনই দ্বিতীয়বার গ্রেফতার হন এই তৃণমূল কংগ্রেস নেতা।

আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির চাণক্যপুরীতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবন থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে পুলিশ মুখ খুলতে চায়নি। তাই গোটা বিষয়টি পরিষ্কার নয় তৃণমূল কংগ্রেসের কাছেও। আগেও সাকেত গোখলেকে গ্রেফতার করে হেনস্তা করেছিল গুজরাট পুলিশ। এবারও গুজরাট পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

ঠিক কী জানা যাচ্ছে?‌ নয়াদিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, নিয়মমাফিক গুজরাট পুলিস নয়াদিল্লির পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিল। যদিও কোন মামলায়, ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানায়নি কোনও পক্ষ। কিছুদিন আগে সাকেত গোখলে জানিয়েছিলেন, ডিসেম্বর মাসের গোড়ায় তাঁর গ্রেফতারের বিষয় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবার আবার গ্রেফতার করা নিয়ে প্রশ্ন উঠছে।

আগে ঠিক কী ঘটেছিল?‌ গুজরাট বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মৌরবিতে সেতু দুর্ঘটনা ঘটেছিল। এই ঘটনা নিয়ে একটি টুইটের জন্য ডিসেম্বর মাসের শুরুতে চারদিনের ব্যবধানে গুজরাটের পুলিশ তাঁকে দু’বার গ্রেফতার করেছিল। গত ৩০ নভেম্বর মৌরবির সেতু বিপর্যয়ে ১৪১ জনের মৃত্যু হয়েছিল। তখন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি আরটিআইয়ের উত্তর টুইট করে সাকেত গোখলে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছে। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়ে দেয়, এই তথ্য সম্পূর্ণ ভুয়ো।

তারপর ঠিক কী ঘটল?‌ এরপরই গত ৫ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে সাকেত গোখলেকে আটক করে গুজরাত পুলিশ। যদিও রাজস্থান পুলিশকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। তারপর তাঁকে আমেদাবাদে নিয়ে এসে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর তাঁকে জামিন দেয় আমেদাবাদের আদালত। তারপর ওই দিনই দ্বিতীয়বার গ্রেফতার হন এই তৃণমূল কংগ্রেস নেতা। পরদিন ৯ ডিসেম্বর জামিন পান তিনি। সেই সময় তাঁকে আটক ও গ্রেফতারে বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এবার আবার তাঁকে গ্রেফতার করল গুজরাট পুলিশ।

বন্ধ করুন