আবার ট্রেন দুর্ঘটনা। চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ। সূত্রের খবর এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। চারটি কামরা বেলাইন হয়ে যায়। এদিকে ঘটনার জেরে বগিতে আগুন লেগে যায় বলে খবর।
কার্যত করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি।
এদিকে ফের দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিগন্যালের সমস্যার জেরে এই দুর্ঘটনা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ একাধিক ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
গোটা ঘটনায় একাধিকজন আহত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। চেন্নাই সেন্ট্রাল থেকে প্রায় ৪১ কিমি দূরে এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। বাগমতী এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে।
এদিকে দুর্ঘটনার জেরে চেন্নাই-গুদুর সেকশনে ট্রেন চলাচল ব্যহত হচ্ছে। বিভিন্ন স্টেশনে একের পর এক ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুদুরের দিকে যাওয়ার জন্য বাগমতী এক্সপ্রেসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। সেই সময় ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে। সেখানে আগে থেকেই মালগাড়ি দাঁড়িয়ে ছিল।কিন্তু এটা চালকের ভুলে নাকি প্রযুক্তিগত কারণে হয়েছে সেটা পরিস্কার নয়।
সূত্রের খবর, বাগমতি এক্সপ্রেস দ্বারভাঙার দিকে যাচ্ছিল। সেই সময় রাত ৭টা ৫০ মিনিট নাগাদ এটা পেরামবুর স্টেশন থেকে ছাড়ে। এরপর সেটা কাভারাইপেট্টি স্টেশন পৌঁছয় রাত সাড়ে ৮টা নাগাদ যায়। প্রথমদিকে ১০৯ কিমি প্রতি ঘণ্টায় প্রথমদিকে ট্রেনটি যাচ্ছিল। পরে এটি লুপ লাইনে প্রবেশের পরে গতি কিছুটা কমিয়ে ফেলে। তবে সেই সময় ট্রেনের গতি প্রায় ৯০ কিমি প্রতি ঘণ্টায় ছুটছিল বলে খবর। এদিকে সেই সময় একটা মালগাড়ির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, চারটি এসি কোচ উলটে যায়। আরও দুটি কোচও উলটে যায়। একটা পাওয়ার কোচ ও একটি মোটর ভ্যানে আগুন ধরে যায়।
স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। এরপর উদ্ধারকাজ শুরু হয়। এনডিআরএফকে ডেকে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন সেটা এখনও পরিস্কার নয়।
প্রয়োজনে এই হেল্পলাইন ফোন করা যেতে পারে- 04425354151- 04424354995