বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘অগর কংগ্রেস না হোতি...’,শিখ গণহত্যা,পরিবারতন্ত্র নিয়ে পরপর বিস্ফোরণ ঘটালেন মোদী

‘অগর কংগ্রেস না হোতি...’,শিখ গণহত্যা,পরিবারতন্ত্র নিয়ে পরপর বিস্ফোরণ ঘটালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

মল্লিকার্জুন খড়গে বলেছিলেন, ‘কংগ্রেস না থাকলে এই দেশ থাকত না। দেশে গণতন্ত্র থাকত না।’ এদিন রাজ্যসভায় খড়গের সেই বক্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যসভায় বিরোধী দলনেতা রাষ্ট্রপতির ভাষণের প্রস্তাবনার জবাবে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে বলেছিলেন, ‘কংগ্রেস না থাকলে এই দেশ থাকত না। দেশে গণতন্ত্র থাকত না।’ এদিন রাজ্যসভায় খড়গের সেই বক্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী এদিন বলেন, ‘হাউসে বলা হয়েছিল যে কংগ্রেস ভারতের ভিত্তি স্থাপন করেছে এবং বিজেপি কেবল একটি পতাকা উত্তোলন করেছে। এটা হাউসে কৌতুকের মতো বলা হয়নি। এটি গুরুতর চিন্তার ফল যা জাতির জন্য বিপজ্জনক। কিছু লোক বিশ্বাস করে যে ভারতের জন্ম ১৯৪৭ সালে। এই চিন্তার কারণে সমস্যা দেখা দেয়। বলা হয়েছিল, 'কংগ্রেস না হোতি, তো কেয়া হোতা'। 'ভারত ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া' ভাবনার ফল এই মন্তব্য। আমি মনে করি... 'কংগ্রেস না হোতি, তো কেয়া হোতা'... মহাত্মা গান্ধী চেয়েছিলেন... (যাতে কংগ্রেস না থাকে) তিনি জানতেন যে তারা চলতে থাকলে কী হবে এবং তিনি আগেই তাদের ভেঙে দিতে চেয়েছিলেন।’

মোদী এরপর আরও বলেন, ‘এই মানসিকতা গত ৫০ বছর ধরে যারা কাজ করার ফলে হয়েছে। আর এটা তাদের নীতির উপর প্রভাব ফেলেছে। একটা বিকৃতির জন্ম দিয়েছে। এই গণতন্ত্র আপনার উদারতার জন্য নয়। যাঁরা ১৯৭৫ সালে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের এ নিয়ে কথা বলা উচিত নয়।’

মোদী বলেন, ‘কংগ্রেস না থাকলে তন্দুরে মেয়েদের পুড়িয়ে মারার ঘটনা ঘটত না, কংগ্রেস না থাকলে দেশের সাধারণ মানুষকে মৌলিক সুবিধার জন্য এত বছর অপেক্ষা করতে হত না। কংগ্রেস না থাকলে জাতপাত ও আঞ্চলিকতার ব্যবধান এতটা গভীর হত না, কংগ্রেস না থাকলে শিখ হত্যাকাণ্ড হতো না, পঞ্জাব বছরের পর বছর সন্ত্রাসবাদীদের হাতে পুড়ত না, কংগ্রেস না হলে কাশ্মীরের পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে যেতে হত না। যদি কংগ্রেস না থাকত, তাহলে গণতন্ত্র পরিবারতন্ত্র থেকে মুক্ত থাকত, ভারত বিদেশী নির্দেশের বদলে দেশীয় সিদ্ধান্তের পথে চলত, কংগ্রেস না থাকলে জরুরি অবস্থার কলঙ্ক থাকত না, কংগ্রেস না থাকলে কয়েক দশক ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হত না।’

বন্ধ করুন