প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মূলত আখাউরা ইন্টিগ্রেটেড চেক পোস্টেও কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির আগরতলা চলো ডাকের মধ্যেই এবার এই কড়া সুরক্ষার ব্যবস্থা করা হল।
চলতি মাসে আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে সুরক্ষাভঙ্গ হয়েছিল এই অভিযোগ তুলে বিএনপি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।
তবে ত্রিপুরা পুলিশ ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে। তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ডাক দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এসপি ওয়েস্ট অফিসে এসএসএফের এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টকে ক্লোজ করা হয়েছে।
বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন পরের নোটিশ না আসা পর্যন্ত সমস্ত কনসিউলার সার্ভিস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, বিএসএফ যৌথ টহলদারি করছে।
এদিকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের প্লেনারি সেশন হবে আগরতলায়। ২০-২১ ডিসেম্বর এই অনুষ্ঠান হবে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির থাকবেন। সেই উপলক্ষেও এলাকার সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বিএনপির ওই প্রতিবাদ কর্মসূচি ঢাকার নয়া পল্টন এলাকা থেকে শুরু হয়েছিল।তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী তাদের এলাকায় ওই মিছিল থামিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে কোথাও উত্তেজনার খবর নেই।
এদিকে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এই অভিযোগ তুলে ভারতে তার তীব্র প্রতিবাদ হয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ও সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে ত্রিপুরার বিভিন্ন অংশে প্রতিবাদ কর্মসূচি হয়েছে।