বাংলা নিউজ > ঘরে বাইরে > Royal Bengal Tiger: গাড়ি থেকে উদ্ধার বাঘের চামড়া, গ্রেফতার ডাক্তারবাবুর ছেলে, কাদের কাছে পাচারের চেষ্টা?

Royal Bengal Tiger: গাড়ি থেকে উদ্ধার বাঘের চামড়া, গ্রেফতার ডাক্তারবাবুর ছেলে, কাদের কাছে পাচারের চেষ্টা?

বাঘের চামড়া। প্রতীকী ছবি (ANI Photo) (ANI )

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদেশি পর্যটকদের হাতে এই বাঘের চামড়া তুলে দেওয়ার ছক কষেছিল পাচারকারীরা। উত্তর ও উত্তর পূর্বের দেশ থেকে প্রচুর পর্যটক গয়াতে বেড়াতে আসেন।

প্রসূন কে মিশ্র

গয়া থেকে উদ্ধার করা হল একটি পূর্ণবয়স্ক রয়াল বেঙ্গল টাইগারের চামড়া। বিহার বনদফতরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও পুলিশ এই বাঘের চামড়া বাজেয়াপ্ত করেছে।

ডিভিশনাল ফরেস্ট অফিসার গয়া রাজীব রঞ্জন পুলিশ, ডিআইইউ, এসএসবি ও ডব্লিউসিসিবির আধিকারিকদের নিয়ে এই তল্লাশিতে নেমেছিলেন। একটি চারচাকা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল এই বাঘের চামড়াটি। এই ঘটনায় বৃহস্পতিবার তেকারি এলাকা থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল পাচারকারীদের মধ্যে একজন এক চিকিৎসকের ছেলে। পাচারে জড়িয়ে পড়েছিল সে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদেশি পর্যটকদের হাতে এই বাঘের চামড়া তুলে দেওয়ার ছক কষেছিল পাচারকারীরা। উত্তর ও উত্তর পূর্বের দেশ থেকে প্রচুর পর্যটক গয়াতে বেড়াতে আসেন। তাদের হাতে এই বাঘের চামড়া ও দেহের অবশিষ্ট অংশ চড়া দামে বিক্রি করার ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু বাঘের চামড়া ও দেহের অবশিষ্ট অংশের এত চাহিদা কেন?

আসলে কিছু জায়গায় বিশ্বাস করা হয় বাঘের চামড়া ও অবশিষ্ট অংশ দিয়ে বয়স ধরে রাখা যায় ও যৌন শক্তি বৃদ্ধি পায়। তবে সেই ৮০র দশকের মাঝামাঝি সময় থেকে এই বাঘের চামড়া ও দেহের অবশিষ্ট অংশের জন্য় বাঘ মারার চেষ্টা করা হত। তবে বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয়। বাঘ মারলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

গোপন সূত্রে খবর পেয়েছিলেন বন দফতরের আধিকারিকরা। এরপরই তারা অভিযানে নামেন। এরপর তেকারি ব্লক এলাকায় একটি গাড়িকে চিহ্নিত করা হয়। সেই গাড়িতে তাড়া করে ধরে ফেলেন বন দফতরের আধিকারিকরা। ওই গাড়িতে একটি কালো ব্যাগের মধ্যে রাখা ছিল বাঘের চামড়াটি। এটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া। দশ বছরের পুরানো বলে মনে করা হচ্ছে।

ধৃতদের নাম অভিনব আনন্দ। বাবার নাম ডাঃ পিএন চৌধুরী। অপরজন কুন্দন কুমার। তারা স্বীকার করেছে জামশেদপুরের এক মহিলার কাছ থেকে তারা এগুলি পেয়েছে।

 

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.