বাংলা নিউজ > ঘরে বাইরে > Agnipath: 'দেশ হোগা খুন সে লতপত,' অগ্নিপথ নিয়ে ভয়াবহ হুঁশিয়ারি কংগ্রেস বিধায়কের

Agnipath: 'দেশ হোগা খুন সে লতপত,' অগ্নিপথ নিয়ে ভয়াবহ হুঁশিয়ারি কংগ্রেস বিধায়কের

বিহার বনধের দিন জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। (ANI Photo) (Aftab Alam Siddiqui)

এনিয়ে একটি বেসরকারি চ্যানেল তাঁকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাবনাটা বোঝার চেষ্টা করুন। এটা সিনেমার ডায়ালগ। আমার অভিপ্রায় খারাপ ছিল না। মোদীজির এই স্কিম প্রত্যাহার করা উচিত।

অগ্নিপথ স্কিমের প্রতিবাদে জ্বলছে দেশের বিভিন্ন প্রান্ত। তার মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিলেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক। তিনি সাফ জানিয়ে দেন দেশ হোগা খুন সে লতপত তবু অগ্নিপথ স্কিম লাগু হতে দেব না।

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি জানিয়েছেন, 'গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। তিনি গোটা দেশ বেচে দিয়েছেন। বিমান, রেল সব বেচে দিয়েছেন।এতদিন কিছু বলিনি। কিন্তু এবার সেনাকেও বেচে দেওয়ার চেষ্টা করছেন। তখনই তিনি আমাদের রাগ দেখছেন। ভারতের মাটি রক্তে ভিজে যাবে, কিন্তু অগ্নিপথ কোনওদিন হবে না।তিনি কি সেনাকেও আদানি, আম্বানিদের হাতে তুলে দিতে চাইছেন? চার বছরের মধ্যে যুবকরা অবসর নেবেন? তারা যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। যুবকদের লাথি মারছেন তিনি।'

এনিয়ে একটি বেসরকারি চ্যানেল তাঁকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভাবনাটা বোঝার চেষ্টা করুন। এটা সিনেমার ডায়ালগ। আমার অভিপ্রায় খারাপ ছিল না। মোদীজির এই স্কিম প্রত্যাহার করা উচিত।’

তবে কংগ্রেস নেতা নানাভাবে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও ইতিমধ্যেই এনিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

 

বন্ধ করুন