বাংলা নিউজ > ঘরে বাইরে > Dalai Lama in Bodh Gaya: দালাই লামার বৌদ্ধগয়া সফরের মাঝে রুদ্ধশ্বাস খোঁজ, হদিশ মিলল চিনা মহিলার! সন্দেহে গুপ্তচরবৃত্তি

Dalai Lama in Bodh Gaya: দালাই লামার বৌদ্ধগয়া সফরের মাঝে রুদ্ধশ্বাস খোঁজ, হদিশ মিলল চিনা মহিলার! সন্দেহে গুপ্তচরবৃত্তি

দলাই লামার বৌদ্ধগয়া সফরের আগে রহস্যময়ী চিনা মহিলাকে ঘিরে খোঁজ শুরু।

বিহারের মহাবোধি মন্দির চত্বর জুড়ে দালাই লামার অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনী দেখা যাচ্ছে। সমস্ত দর্শনার্থী ও জমায়েতে অংশ নেওয়া সকলের যাবতীয় তথ্য নিরাপত্তা এজেন্সিগুলি গুরুত্ব দিয়ে দেখছে। 

বৌদ্ধ তীর্থস্থান বিহারের বৌদ্ধগয়ায় সদ্য সফরে আসবেন দালাই লামা। তবে তাঁর সফরের আগে এক চিনা মহিলার খোঁজে জোরদার তল্লাশি চলেছে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই ওই রহস্যময়ী মহিলার স্কেচ প্রকাশ্যে এনে দিয়েছে। জানা গিয়েছে, মহিলার নাম সং শিয়াওলান। তাঁর পাসপোর্ট ও ভিসার তথ্যও প্রকাশ্যে আনা হয়েছে। সন্দেহে থাকা ওই চিনা মহিলাকে ঘিরে দালাই লামার অনুষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে সূত্রের দাবি।

বিহারের মহাবোধি মন্দির চত্বর জুড়ে দালাই লামার অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনী দেখা যাচ্ছে। সমস্ত দর্শনার্থী ও জমায়েতে অংশ নেওয়া সকলের যাবতীয় তথ্য নিরাপত্তা এজেন্সিগুলি গুরুত্ব দিয়ে দেখছে। গয়ার সিনয়.র সুপারিন্টেডেন্ট অফ পুলিশ হরপ্রীত কৌর জানিয়েছেন, গত ২ বছর ধরে ওই চিনা মহিলাকে ঘিরে একাধিক তথ্য তাঁদের হাতে আসতে আরম্ভ করেছে। তবে ২৪ ঘণ্টার খোঁজের পর ওই চিনা মহিলার হদিশ পেয়েছে পুলিশ। তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিহার পুলিশের কাছে খবর এসেছে, ওই চিনা মহিলা বিহারের গয়ায় থাকতে শুরু করেছিলেন। শেষ ২ বছরে মহিলার নানান গতিবিধির খবর হাতে এসে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর। প্রসঙ্গত, ৩ দিনের সফরে দালাই লামা পৌঁছেছেন বিহারে। সেখানে তাঁর নিরাপত্তা এই মুহূর্তে বেশ কড়া করা হয়েছে। তারই মাঝে ওই চিনা মহিলার খোঁজে তৎপরতা শুরু করে বিহার পুলিশ। পুলিশকে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা আগে জানিয়েছিল, এখনও পর্যন্ত ‘আমাদের কাছে কোনও তথ্য নেই কোথায় ওই মহিলা রয়েছেন। আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না যে ওই মহিলা চিনের গুপ্তচর নন।’

লাদাখ পরবর্তী সময়ে ভারত ও চিনের মধ্যে যে সম্পর্ক এবং দালাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বেজিং দিল্লি মতানৈক্যের ক্যানভাসে নতুন করে দালাই লামার সফর ঘিরে নানান নিরাপত্তাজনিত প্রশ্ন উঠছে। এই চিনা মহিলা কেন ২ বছর ধরে গয়ায় রয়েছেন, তাঁকে ঘিরে কেনই বা সন্দেহ দেখা যাচ্ছে, তার বিস্তারিত কোনও খবর বাইরে না এলেও, ‘গুপ্তচর’ ইস্যুতে এই মহিলার নাম সন্দেহে উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী ওই মহিলা ভারতের বিভিন্ন জায়গা গত ১ বছর ধরে থেকেছেন। সেই সমস্ত জায়গার মধ্যে রয়েছে বিহারের গয়াও। 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন