গত ৩ ফেব্রুয়ারি অবৈধ বালি খাদান মামলায় জলন্ধর থেকে গ্রেফতার হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং ওরফে হানি। অবৈধ বালি খাদানের মামলায় তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ভোটমুখী পঞ্জাবে এই ইস্যুতে রীতিমতো সরগরম রাজনীতির আঙিনা। এদিকে আজ ধৃত ভূপিন্দরকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হয়েছে। ফলে আপাতত কাপুরথলা জেলেই বন্দি থাকতে হবে হানিকে।
ভোটমুখী পঞ্জাবে অবৈধ বালি খাদান মামলা নিয়ে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। উল্লেখ্য সদ্য চান্নির আত্মীয় ভূপিন্দরের বাড়ি তল্লাশিতে নামে ইডি। জেরার মুখে ভূপিন্দর জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ অবৈধ বালি খাদানের কাজে ও বেশ কিছু পোস্টিং, বদলির এর কাজে ব্যবহার করা হচ্ছিল। তল্লাশি থেকে গত জানুয়ারি মাসের ১৮ তারিখে ওই তল্লাশি থেকে ৭.৯ কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে। হানির সঙ্গে সম্পর্কিত জনৈক সন্দীপ কুমারের কাছ থেকেও উদ্ধার হয় ২ কোটি টাকা। এদিকে এই ঘটনায় পঞ্জাবের শাসকদল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। তাদের দাবি, এজেন্সি দিয়ে নির্বাচনমুখী এক রাজ্যে এই ধরনের ধরপাকড় ভোটে আগে করানো হচ্ছে।
উল্লেখ্য, এদিকে সদ্য পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চরণজিৎ সিং চান্নির নাম ঘোষণা করেন রাহুল গান্ধী। তারপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর আত্মীয়কে ঘিরে এই অবৈধ বালি খাদান মামলা উঠে আসায় কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টায় রয়েছে বিজেপি , আপ সহ বিধিন্ন দল। বারবার চান্নিকে ঘিরে দুর্নীতির অভিযোগে সরব হতে দেখা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টিকেও।