বাংলা নিউজ > ঘরে বাইরে > গৃহবধূদের বেতন দিতে চায় জয়ললিতার দল, প্রতিশ্রুতি ফাঁসের অভিযোগ ডিএমকের

গৃহবধূদের বেতন দিতে চায় জয়ললিতার দল, প্রতিশ্রুতি ফাঁসের অভিযোগ ডিএমকের

Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami addresses ahead of the state assembly election, in Chennai on Thursday. (ANI Photo)

আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে দক্ষিণের এই রাজ্যে।

ডিএমকের পথে হেঁটে মহিলা ভোট টানতে এবার উঠেপড়ে লাগল এআইএডিএমকে। তামিলনাডুর সব পরিবারের মহিলা সদস্যদের মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল জয়ললিতার দল। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে দক্ষিণের এই রাজ্যে। এমনকী অনেকে মনে করছেন, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে মহিলা ভোটব্যাঙ্ক করায়ত্ত করতে চাইছে তারা।

কিছুদিন আগে ডিএমকে ও কামাল হাসানের এমএনএমও এই একই ধরনের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল। সেখানেও গৃহবধূদের এক হাজার টাকা বেতন এবং ঘরে ঘরে কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এআইএডিএমকে তৃতীয় দল যারা মহিলাদের জন্য আর্থিক সাহা্য্যের কথা ঘোষণা করেছিল।

মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেন, ‘‌সমাজে অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত করতে পরিবারের মহিলা সদস্যদ্‌র আর্থিক সাহায্যদান খুবই উল্লেখযোগ্য। প্রতিটি পরিবারের মহিলা সদস্যরা মাসে দেড় হাজার টাকা করে পাবেন।’‌ একদিকে পালানিস্বামী অন্যদিকে এমকে স্ট্যালিন এখন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানান, তাদের ইস্তাহার থেকে কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকেই ডিএমকে কপি করে এই সব প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে। একই সঙ্গে পালানিস্বামী বছরে ছয়টি রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেন। তবে ডিএমকের বিরুদ্ধে নকল করার অভিযোগ তুলেছে কামাল হাসানও। তাঁর মতে, ‘‌মহিলাদের আর্থিক সাহায্যের বিষয়টি আসলে তাদের দলের মস্তিষ্কপ্রসূত। গ্রাসীণ এলাকায় ব্রডব্যান্ড পৌঁছে দেওয়াও তাদের পরিকল্পনা। অথচ তারা বলে বেড়াচ্ছে, এটা নাকি তাদের পরিকল্পনা।’‌

পরবর্তী খবর

Latest News

SL vs NZ: আবার রবিবার শুরু হবে ম্যাচ! তৃতীয় দিনের শেষে ২০২ রানে এগিয়ে শ্রীলঙ্কা ইডির দফতরে এবার TMC MLA সুদীপ্ত রায়ের কন্যা! CGO পৌঁছে খুললেন মুখ 'ছিঃ!বেয়াদপ মহিলা', বডিগার্ডকে ধাক্কা কাজলের! হল জয়া বচ্চনের সঙ্গে তুলনা আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ২১ সেপ্টেম্বরের রাশিফল ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করতে পারবে না সরকার, কুণালের মামলায় বড় রায় হাইকোর্টের জাস্টিসের নামে টাকা তুলছিলেন জুনিয়র ডাক্তার? সত্যিটা জেনে নিন, বিবৃতি দিল RDA IND vs BAN: দারুণ খেলল ভারত, তবু কেন আক্ষেপ করছেন সঞ্জয় মঞ্জরেকর গুরুগ্রামে Wrong Side দিয়ে আসা SUVর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু,জামিন নিয়ে প্রশ্ন ‘আমি জনসমক্ষে স্নানও করেছি…’,আবির-ঋতাভরীর রোম্যান্সে ভরা বহুরূপীর ‘আজ সারা বেলা’ টালার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, সন্দীপের নারকোতে বড় মোড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.