বাংলা নিউজ > ঘরে বাইরে > ৬ সপ্তাহ পরই ভারতে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ, দাবি এইমস প্রধানের

৬ সপ্তাহ পরই ভারতে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ, দাবি এইমস প্রধানের

ফাইল ছবি : পিটিআই (PTI)

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এই ঢেউয়ের মূল কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এইমস প্রধান।

অনেক বিশেষজ্ঞেরই মত ছিল আগামী অক্টোবর, নভেম্বর নাগাদ দেশে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। তবে এবার এইমস প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া দাবি করলেন যে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এই ঢেউয়ের মূল কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এইমস প্রধান। এইমস প্রধান বলেন, শীঘ্রই সকল দেশবাসীর টিকাকরণ হলে এই ঢেউয়ের সঙ্গে লড়াই করা যেতে পারে।

ডেল্টা প্লাস নিয়ে এইমস প্রধান বলেন, 'সঠিক জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভাইরাসের এই নয়া রূপের চরিত্র বুঝতে হবে আমাদের। মনোক্লোনাল চিকিৎসা কি এতে প্রযোজ্য হবে কি না, তাও দেখতে হবে। সবচেয়ে আগে যেটা করা প্রয়োজন, সেটা হল দেশের গবেষণাগারগুলিতে যাতে ঠিকমতো সব পরীক্ষা হয়, সেদিকে জোর দেওয়া। এই ধাক্কা সামলাতে প্রয়োজন আরও দক্ষ কোভিড যোদ্ধাদের।'

এদিকে দীর্ঘ লকডাউনের পর দেশের বিভিন্ন রাজ্য আনলকের পথে হাঁটছে। তবে তৃতীয় ঢেউ যদি এত শীঘ্রই আছড়ে পড়ে, তাহলে তা প্রতিরোধ করতে দেশ কতটা প্রস্তুত, তা জানা নেই কারোর। এই আবহে করোনাবিধি যথাযথভাবে পালিত হয়, তা নিয়ে শনিবার রাজ্যগুলিকে নোটিস পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

এদিকে সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে ২১ জন বিশেষজ্ঞ প্যানডেমিকের তৃতীয় ঢেউকে আটকাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানান। বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন কিরণ মজুমদার শাহ আর সার্জেন চিকিৎসক দেবী শেঠী। বিশেষজ্ঞদের মত, হাসপাতালে পরিষেবা, জরুরি ওষুধ, অক্সিজেন, অ্যাম্বুলেন্সের মতো সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা স্বচ্ছ জাতীয় মূল্য নীতি থাকা উচিত। হাসপাতালগুলির খরচ স্বাস্থ্য বিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, যেমনটা বেশ কিছু রাজ্যে হয়েছে। তাছাড়া তাঁদের দাবি, স্বাস্থ্য পরিষেবা সংস্থার বিকেন্দ্রীকরণ অবশ্যই প্রয়োজনীয়।

ঘরে বাইরে খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.