নীচে আরব সাগর। আর আকাশে চলল যুদ্ধ বিমানের মহড়া। ভারত, ফ্রান্স ও সংযুক্ত আরবআমিরশাহি এই বিমান মহড়ায় অংশ নেয়। এই মহড়ার নাম ডেজার্ট নাইট। মূলত পারস্পরিক সমণ্বয় বৃদ্ধির জন্য এই উদ্যোগ।
ভারতীয় বায়ুসেনা একাধিক যুদ্ধ বিমানকে এক্ষেত্রে কাজে লাগায়। সুখোই ৩০ এমকেআই, জাগুয়ারের মতো বিমান অংশ নিয়েছিল। জামনগর থেকে এই মহড়ার জন্য এসেছিল যুদ্ধবিমান। রাফাল, এফ ১৬ জেট সহ অন্যান্য যুদ্ধবিমান এসেছিল ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
করাচি থেকে প্রায় ৩৫০-৪০০ কিমি দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপরে এই যুদ্ধ বিমানের মহড়া চলল পুরোদমে। ওই প্রতিবেদনে জানা গিয়েছে সূত্র জানিয়েছে, তিন দিন ধরে এই মহড়া চলবে। এনিয়ে দ্বিতীয়বার এমন তিন দেশের মধ্যে এই উদ্যোগ নেওয়া হল। একাধিক এয়ারক্রাফট এই মহড়ায় অংশ নিল।
বর্তমান সময়ে এই মহড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই মনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য এই দেশগুলির মধ্য়ে যুদ্ধবিমানের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ভারত , ফ্রান্স ও ইউএইর নেভিও একই সঙ্গে মহড়া চালিয়েছিল।