বাংলা নিউজ > ঘরে বাইরে > Threatening call to blow up train: রাজধানী এক্সপ্রেসকে ‘লেট’ করাতে বোমা থাকার হুমকি ফোন, ধৃত বায়ুসেনার অফিসার

Threatening call to blow up train: রাজধানী এক্সপ্রেসকে ‘লেট’ করাতে বোমা থাকার হুমকি ফোন, ধৃত বায়ুসেনার অফিসার

 গ্রেফতার বায়ুসেনার আধিকারিক। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

নয়াদিল্লি থেকে মুম্বইগামী রাজধানী এক্সপ্রেসটি বিকেল ৪.৫৫ টায় ছাড়ার কথা ছিল। তার ঠিক আগে ৪.৪৮ মিনিট নাগাদ কন্ট্রোল রুমে বোমা বিস্ফোরণের হুমকি ফোন আসে। এই ফোন পেতেই আতঙ্ক ছড়ায় রেলের আধিকারিকদের মধ্যে। স্টেশনে ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

চাঞ্চল্যকর ঘটনা ঘটল নয়াদিল্লিতে। মুম্বইগামী রাজধানী এক্সপ্রেস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন পেল পুলিশ। এই অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার এই হুমকি ফোন পাওয়ার পরে ব্যাপক আতঙ্ক ছড়ায় নয়াদিল্লি স্টেশনে। বায়ুসেনার ওই আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে। ট্রেন যাতে দেরি করে ছাড়ে সেজন্য তিনি ফোন করেছিলেন।

রেল সূত্রের খবর, নয়াদিল্লি থেকে মুম্বইগামী রাজধানী এক্সপ্রেসটি বিকেল ৪.৫৫ টায় ছাড়ার কথা ছিল। তার ঠিক আগে ৪.৪৮ মিনিট নাগাদ কন্ট্রোল রুমে বোমা বিস্ফোরণের হুমকি ফোন আসে। এই ফোন পেতেই আতঙ্ক ছড়ায় রেলের আধিকারিকদের মধ্যে। স্টেশনে ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। আরপিএফও অভিযানে নামে। ট্রেন এবং স্টেশনের একাধিক জায়গা খতিয়ে দেখা হয়। কিন্তু শেষমেষ বোমা বা বিস্ফোরক কোনও কিছু সেখান থেকে পাওয়া যায়নি। এরপরে যে মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল, সেটি ট্র্যাক করতে শুরু করে রেল পুলিশ। তাতে দেখা যায় ভারতীয় বায়ুসেনার আধিকারিক সুনীল সাংওয়ান এই হুমকি ফোন করেছিলেন। এরপরে তাঁকে গ্রেফতার করে রেল পুলিশ।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই বায়ুসেনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ভারতীয় রেলওয়ে আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, সাংওয়ান মুম্বইয়ের সান্তাক্রুজে পোস্টিং ছিলেন। সেখানে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেন ছাড়তে দেরি করার জন্য তিনি মদ্যপান করেন এবং তারপরেই হুমকি ফোন করেন। তাঁর কাছ থেকে ভারতীয় বায়ুসেনার পরিচয়পত্র উদ্ধারের পাশাপাশি ফোনটিও উদ্ধার হয়েছে। ডাক্তারি পরীক্ষা করে জানা গিয়েছে তিনি মদ্যপ ছিলেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন