বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India: 'রোজই মদ্যপ অবস্থায় যাত্রীদের বহু ঘটনা' ঘটছে এয়ার ইন্ডিয়ায়! নেওয়া হচ্ছে পদক্ষেপ, সিইও খুললেন মুখ

Air India: 'রোজই মদ্যপ অবস্থায় যাত্রীদের বহু ঘটনা' ঘটছে এয়ার ইন্ডিয়ায়! নেওয়া হচ্ছে পদক্ষেপ, সিইও খুললেন মুখ

এয়ার ইন্ডিয়ার বিমানে মদ্যপযাত্রীদের ঘিরে একাধিক পদক্ষেপ (Representative Image) (HT_PRINT)

সদ্য এই অসামরিক বিমানপরিবহন সংস্থার সিইও ও এমডি ক্যাম্পবেল উইলসন জানান, কার্যত প্রতিদিনই এয়ার ইন্ডিয়ায় কোনও না কোনও মদ্যপ অবস্থায় যাত্রীদের কীর্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। আর সেদিকে নজর রেখে সংস্থা তাদের মদ পরিবেশন সম্পর্কিত নীতিতে কিছু বদল এনেছে।

সদ্য বিমানে মদ্যপ অবস্থায় মহিলাযাত্রীর গায়ে মূত্রত্যাগ করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। শঙ্কর মিশ্র নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেতেই পদক্ষেপ করে ডিজিসিএ। সদ্য এই অসামরিক বিমানপরিবহন সংস্থার সিইও ও এমডি ক্যাম্পবেল উইলসন জানান, কার্যত প্রতিদিনই এয়ারইন্ডিয়ায় কোনও না কোনও মদ্যপ অবস্থায় যাত্রীদের কীর্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। আর সেদিকে নজর রেখে সংস্থা তাদের মদ পরিবেশন সম্পর্কিত নীতিতে কিছু বদল এনেছে।

সংস্থার সিইও জানিয়েছেন তাঁরা গত ৭ জানুয়ারি থেকে তাঁদের সংস্থার বিমানে মদ পরিবেশন সংক্রান্ত নীতিতে কিছু বদল এনেছেন। বিমানে পর পর মদ্যপ অবস্থায় থাকা যাত্রীদের ঘিরে অভিযোগের জেরেই এই পদক্ষেপ। উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে এক অপ্রীতিকর ঘটনার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার বিমানের ভিতর। ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক মহিলা যাত্রীর সিটে মূত্রত্যাগ করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে। এরপরই তা নিয়ে ব্যাপক হইচই হয়। পদক্ষেপ করে দিল্লি পুলিশ। গ্রেফতার হন অভিযুক্ত। চলে মামলা। এরপরই সংস্থার বিমানে মদ পরিবেশন সংক্রান্ত নীতিতে বদল আনে এয়ার ইন্ডিয়া। সংস্থার সিইও জানিয়েছেন,' যখন আমরা আমাদের বিমানে মদের নীতি পর্যালোচনা করেছি, তখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের নীতি মানগুলির সাথে সঙ্গতিপূর্ণ। তবে আমরা আমাদের ক্রুকে প্রশিক্ষিত করেছি, আর যাতে এমন ঘটনা হলে সঙ্গে সঙ্গে তাঁরা রিপোর্ট করেন, তার বিষয়েও তাঁদের উৎসাহিত করা হয়েছে।' সংস্থার সিইও বলছেন, প্রতিদিনই এমন ঘটনা ঘটছে, যেখানে একজন ব্যক্তি মদ্যপ অবস্থাতেই বিমানে উঠছেন। অনেক সময়ই শুল্কের ছাড় থাকায় মদ পান করে বহু যাত্রী বিমানে উঠছেন বলে তিনি দাবি করেন। এদিকে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার সংযুক্তি নিয়ে মুখ খুলেন উইলসন। তিনি বলেন, সম্পূর্ণ সংযুক্তিকরণের পরই ভিস্তারা এয়ার ইন্ডিয়ার অংশ হিসাবে এয়ার ইন্ডিয়া নাম নিয়েই এগোবে, কারণ এয়ার ইন্ডিয়ার পরিচিতি রয়েছে বিশ্বজুড়ে।('ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন' বকেয়া ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রককে অবমাননার হুঁশিয়ারি)

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর টাটা গ্রুপের তরফে জানানো হয়েছে, ভিস্তারা এয়ারলাইন্স তাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে। আর এয়ার এশিয়া যা পরে এআইএক্স নামে পরিচিত হয়েছে তা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত হবে। সংস্থার সিইও বলছেন,'উদ্দেশ্য হল একটি সম্পূর্ণ সার্ভিস এয়ারলাইন ও একটি কমদামী এয়ারলাইনকে গোষ্ঠীতে রাখা।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

বন্ধ করুন