বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India: বিমানের টয়লেটে সিগারেট ধরালেন মাতাল যাত্রী, হল কী এয়ার ইন্ডিয়ায়!

Air India: বিমানের টয়লেটে সিগারেট ধরালেন মাতাল যাত্রী, হল কী এয়ার ইন্ডিয়ায়!

এয়ার ইন্ডিয়ার বিমান (File Photo: Mint) (MINT_PRINT)

গত নভেম্বর মাসে এক বিমানযাত্রী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। নিউ-ইয়র্ক থেকে দিল্লি আসছিল বিমানটি। এদিকে ঘটনার জেরে কাজ যায় ওই যাত্রীর। তাকেও গ্রেফতারও করা হয়েছিল।

হলটা কী এয়ার ইন্ডিয়ায়? সম্প্রতি এক বয়স্ক মহিলার উপর একজন যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। এদিকে একজন আবার মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। এদিকে ডিজিসিএর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে ওই ফ্লাইটের অপর এক যাত্রী মত্ত অবস্থায় টয়লেটে ধূমপান করেছেন। প্যারিস থেকে দিল্লির দিকে আসছিল বিমানটি। মারাত্মক উদ্বেগের ঘটনা।

এদিকে সূত্রের খবর, গত ৬ ডিসেম্বর AI-142 বিমানে দুটি ঘটনাই হয়েছে। বিমানটি প্যারিস থেকে দিল্লি আসছিল। সেই সময় একজন মাতাল যাত্রী টয়লেটে সিগারেট খাচ্ছিলেন। তিনি ধরাও পড়ে যান। এদিকে তিনি ক্রু মেম্বারদের কথাও শুনতে চাননি বলে অভিযোগ। ডিজিসিএ এমনটাই জানিয়েছে বিবৃতিতে।

এদিকে বিবৃতিতে জানানো হয়েছে পাশের মহিলা যাত্রী শৌচালয়ে গিয়েছিলেন। তখন অপর যাত্রী তাঁর কম্বলে প্রস্রাব করে দেন। এদিকে ডিজিসিএ বিমান সংস্থাকেও একহাত নিয়েছে। তাদের বক্তব্য রিপোর্ট না চাইলে এনিয়ে কিছু বলছে না বিমান সংস্থা।

ডিজিসিএর দাবি, বিমান সংস্থা দেরি করে জবাব দিচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে যাত্রী অপর মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন তাকে আলাদা করে রাখা হয়েছিল। এরপর দিল্লি এয়ারপোর্টে বিমানটি আসার পরে তাকে হেফাজতে পাঠানো হয়।

তবে পরে ওই পুরুষ যাত্রী লিখিতভাবে মহিলা যাত্রীর কাছে ক্ষমা চান। তারপর তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই মহিলা ও পুরুষ যাত্রী পরস্পরের মধ্যো বোঝাপড়া করে নিয়েছিলেন। এরপরই সিআইএসএফ তাকে যেতে দিয়েছে। কিন্তু তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। তবে ওই মহিলার অনুরোধে এয়ার ইন্ডিয়া আর নতুন করে কোনও অভিযোগ দায়ের করেনি।

অন্যদিকে ওই মহিলাও প্রথমে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। পরে অবশ্য় তিনি আর লিখিতভাবে কিছু জানাতে চাননি।

তবে টয়লেটে যে যাত্রী ধূমপান করেছিলেন তাকে কী করেছে বিমান সংস্থা এনিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এনিয়ে বিমান সংস্থা আর কিছু জানায়নি।

এদিকে গত নভেম্বর মাসে এক বিমানযাত্রী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। নিউ-ইয়র্ক থেকে দিল্লি আসছিল বিমানটি। এদিকে ঘটনার জেরে কাজ যায় ওই যাত্রীর। তাকেও গ্রেফতারও করা হয়েছিল।

তবে বার বার একই ধরনের ঘটনার জেরে এবার অত্যন্ত কড়া দৃষ্টিভঙ্গি নিচ্ছে এয়ার ইন্ডিয়া।

 

বন্ধ করুন