
Tata'র হাতেই ফিরছে Air India, একবছর কোনও ছাঁটাই নয়, পরের বছর কী হবে?
১ মিনিটে পড়ুন . Updated: 08 Oct 2021, 07:56 PM IST- ধার মেটাতে দেওয়া হবে ১৫ হাজার ৩০০ কোটি টাকা। বাকিটা নগদে দেওয়া হবে সরকারকে। এই শর্তেই এয়ার ইন্ডিয়া নিচ্ছে টাটা।
নিলামের মাধ্যমে কার্যত টাটার হাতেই চলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। তবে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, টাটা সনস আগামী একবছর এয়ার ইন্ডিয়ার কোনও কর্মীকে আর ছাঁটাই করতে পারবে না। তবে এরপর কোনও কর্মীকে সরাতে গেলে তাকে স্বেচ্ছা অবসরে পাঠানো যেতে পারে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসল জানিয়েছেন, যে সংস্থা নিলামে জিতেছে সেই সংস্থা আগামী একবছর কোনও কর্মীকে ছাঁটাই করতে পারবে না। এরপর দ্বিতীয় বছরে কাউকে সরাতে গেলে তাকে ভিআরএসে পাঠানো যেতে পারে।
পাশাপাশি তিনি জানিয়েছেন কর্মীদের গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফাণ্ডের সুবিধা দিতে হবে। অবসরের পরে মেডিক্য়াল জনিত সুবিধা দিতে হবে। এদিকে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের পর এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বিলগ্নীকরণ করল কেন্দ্রীয় সরকার। ১৮ হাজার কোটি টাকায় নিলামের মাধ্যমে এয়ার ইন্ডিয়াকে নিয়ে নিচ্ছে টাটা সনস। ধার মেটাতে দেওয়া হবে ১৫ হাজার ৩০০ কোটি টাকা। বাকিটা নগদে দেওয়া হবে সরকারকে। এই শর্তেই এয়ার ইন্ডিয়া নিচ্ছে টাটা। তবে তাৎপর্যপূর্ণভাবে টাটার হাত ধরেই ১৯৩২ সালে পথচলা শুরু হয়েছিল টাটার। এটিকে তখন টাটা এয়ারলাইন্স বলা হত। ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়ার জাতীয়করণ হয়। এবার সেই টাটার হাতেই ফিরেছে এয়ার ইন্ডিয়া। এনিয়ে পুরানো ছবি টুইটও করেছেন রতন টাটা।