কলকাতার বিমানযাত্রীদের জন্য সুখবর! শীঘ্রই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার হিন্ডন বিমানবন্দরের সঙ্গে সরাসরি কলকাতা বা দমদম বিমানবন্দরের মধ্যে পরিষেবা শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। যা কিনা এয়ার ইন্ডিয়া-রই সহযোগী একটি সংস্থা এবং বর্তমানে টাটা গোষ্ঠীর মালিকানাধীন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) এই সুখবর শুনিয়েছেন সংশ্লিষ্ট উড়ান সংস্থারই এক মুখপাত্র।
স্থির করা হয়েছে, আগামী ১ মার্চ থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। এবং শনিবার বাদে সপ্তাহের বাকি ছ'দিনের রোজই এই রুটে উড়ান পরিষেবা পাওয়া যাবে। উড়ান সংস্থার ওই মুখপাত্রই একথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট দিনগুলিতে প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রা শুরু করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। সেটি হিন্ডন পৌঁছবে সকাল ৯টা ৩০ মিনিটে। আবার সেই বিমানই ওই একই দিনে বিকেল ৫টা ২০ মিনিটে হিন্ডন বিমানবন্দর থেকে ফিরতি পথে উড়ান শুরু করবে। কলকাতায় সেই বিমান অবতরণ করবে সন্ধে ৭টা ৪০ মিনিটে।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসই হল প্রথম উড়ান সংস্থা, যারা হিন্ডন বিমানবন্দরে পরিষেবা দিতে জেট ইঞ্জিন বিমান ব্যবহার করতে চলেছে। এবং কলকাতা হল প্রথম বিমানবন্দর যার সঙ্গে বড় বিমানে এই সংযোগ স্থাপন করা হবে।
প্রসঙ্গত, বর্তমানে হিন্ডন বিমানবন্দর থেকে বিভিন্ন স্বল্প দৈর্ঘ্যের রুটে যে বিমানগুলি চলাচল করে, সেগুলি সবই আকারে ছোট।
এই পরিষেবা চালু হলে দিল্লি ও এনসিআর এলাকার দু'টি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়ে যাবে। এই বিমানবন্দর দু'টি হল - যথাক্রমে - দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দর।
উড়ান সংস্থা মনে করছে, হিন্ডন বিমানবন্দর থেকে পরিষেবা নিয়মিত চালু হলে যাত্রীরা একটি উপযুক্ত বিকল্প রুট পেয়ে যাবেন। এর ফলে মূলত উপকৃত হবেন সেইসব বিমানযাত্রী, যাঁরা মধ্য ও পূর্ব দিল্লি, নয়ডা এবং লাগোয়া বিভিন্ন এলাকা - যেমন - অক্ষরধাম, আনন্দ বিহার, পার্লামেন্ট স্ট্রিট, কেন্দ্রীয় সচিবালয়, চাঁদনি চক, কনৌট প্লেস, ইন্দিরাপুরম, করোল বাগ, বৈশালী এবং এর আশপাশে থাকেন।
প্রসঙ্গত, কলকাতা ও হিন্ডন মধ্যে এই উড়ান পরিষেবাটি গত বছরের অগস্ট মাসেই চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, তা স্থগিত হয়ে যায়।
উড়ান সংস্থার ওই মুখপাত্র আরও জানান, 'আমরা আকাশপথে কলকাতাে থেকে মোট ১৪টি গন্তব্যে বিমান পরিষেবা দেব। যার মধ্যে হিন্ডন অন্যতম। এছাড়াও, অন্য গন্তব্য়গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল - বাগডোগরা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি এবং হায়দরাবাদ।'