Air India: টাটারা অধিগ্রহণের পর থেকেই এই সংস্থার ম... more
Air India: টাটারা অধিগ্রহণের পর থেকেই এই সংস্থার মার্কেট শেয়ার বাড়ানো হয়েছে। তারসঙ্গেই কর্মীদের অবস্থার উন্নয়নেও পদক্ষেপ করা হচ্ছে। এদিকে, মাঝ আকাশে বিমানে সমস্ত যাত্রীদের জন্য খাবারের যে মেন্যু এয়ার ইন্ডিয়া তুলে ধরছে, তাও লোভনীয়। ঘরোয়া বিমান যাত্রায় থাকছে গওরমেট মিল, ট্রেন্ডি অ্যাপিটাইজার, ডেজার্টে থাকছে লোভনীয় পদ।
1/4সদ্য টাটারা অধিগ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া। আর সেখানে আগের থেকে নানানভাবে পরিষেবা উন্নয়ন করার দিকে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২২ সালের জানুয়ারি মাসে টাটারা এই সংস্থা অধিগ্রহণ করে। তারপর থেকেই উন্নততর পরিষেবা দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফাইল ছবি : এএনআই
2/4টাটারা অধিগ্রহণের পর থেকেই এই সংস্থার মার্কেট শেয়ার বাড়ানো হয়েছে। তারসঙ্গেই কর্মীদের অবস্থার উন্নয়নেও পদক্ষেপ করা হচ্ছে। এদিকে, মাঝ আকাশে বিমানে সমস্ত যাত্রীদের জন্য খাবারের যে মেন্যু এয়ার ইন্ডিয়া তুলে ধরছে, তাও লোভনীয়। ঘরোয়া বিমান যাত্রায় থাকছে গওরমেট মিল, ট্রেন্ডি অ্যাপিটাইজার, ডেজার্টেও থাকছে চমক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/4বিজনেস ক্লাসের জন্য মেন্যু- এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, তাদের বিজনেস ক্লাসের মেন্যুতে থাকছে, চিজ-এর সঙ্গে ট্রাফল অয়েল স্ক্র্যাম্বলেড এগগ, মাস্টার্ড ক্রিম কোটেড চিকেন সসেজ। এছাড়াও আলু পরটা, চিকেন চেট্টনাড, চিকেন ৬৫, মেদুবড়া, সঙ্গে রয়েছে মেদু বড়া, মাছের ঝোল। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)