কুণাল কামরা নাম হওয়ার খেসারত দিতে হল বস্টনের এক ব্যক্তিকে! তার ৩ ফেব্রুয়ারির জয়পুর-মুম্বই ফ্লাইট ক্যানসেল করে দিল এয়ার ইন্ডিয়া। তবে পরে তাঁকে টিকিট দেওয়া হয় যখন এয়ার ইন্ডিয়ার কর্মচারীরা বুঝতে পারেন যে তিনি কমেডিয়ান কুণাল কামরা নন।
প্রসঙ্গত সাংবাদিক অর্ণব গোস্বামীকে ইন্ডিগোর বিমানে বিরক্ত ও কটু্ক্তি করার জন্য কমেডিয়ান কুণাল কামরাকে নো-ফ্লাইট লিস্টে পাঠিয়ে দেয় এয়ার ইন্ডিয়া সহ চার বিমান সংস্থা।
এই নাম বিভ্রাটের ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে কম্পিউটারাইজড সিস্টেমে কুণাল কামরার নাম আসা মাত্রই টিকিটটি ক্যানসেল হয়ে যায়। পরে বিমানবন্দরে ওই ব্যক্তি কমেডিয়ান কুণাল কামরা নয়, এটা বুঝতে পেরে তাঁকে টিকিট দেওয়া হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় রসিকতা করেছেন কুণাল। টুইটারে তিনি বলেন-
বর্তমানে এয়ার ভিস্টারা ও এয়ার এশিয়া ছাড়া দেশের মধ্যে বিমান চড়ার উপায় নেই কুণালের। নো ফ্লাই লিস্টে পাঠানোর সিদ্ধান্তের জন্যে ইন্ডিগোর বিরুদ্ধে ২৫ লক্ষের মামলা করেছেন কুণাল।