বাংলা নিউজ > ঘরে বাইরে > বিমানসেবিকাদের হেনস্থা Air India-র যাত্রীর! ব্যান হলেন ২ বছরের জন্য

বিমানসেবিকাদের হেনস্থা Air India-র যাত্রীর! ব্যান হলেন ২ বছরের জন্য

ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)

গত কয়েক মাসে, বিমানে যাত্রীদের একাংশের অভব্য আচরণের একাধিক ঘটনা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকাতেই যুক্ত হল এই ঘটনা। AI882 উড়ানে গোয়া থেকে দিল্লি যাওয়ার পথে এটি হয়েছে।

Air India-র উড়ানে ফের বিপত্তি। সোমবার গোয়া থেকে এয়ার ইন্ডিয়ার এক উড়ানে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে এক ক্রু সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এয়ারলাইনের দাবি অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে অবতরণের পরেই সেই যাত্রীকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। আরও পড়ুন: Go First বন্ধ হতেই উড়ান বাড়িয়ে দিল IndiGo, Air India!

গত কয়েক মাসে, বিমানে যাত্রীদের একাংশের অভব্য আচরণের একাধিক ঘটনা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকাতেই যুক্ত হল এই ঘটনা। AI882 উড়ানে গোয়া থেকে দিল্লি যাওয়ার পথে এটি হয়েছে।

'উক্ত যাত্রী ক্রু সদস্যদের বিরুদ্ধে অকথ্য ভাষায় বচসা করেন। তারপরে তাঁদের একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের সময়েও ওই যাত্রী অপ্রীতিকর, আক্রমণাত্মক আচরণ চালিয়ে যান। তাঁকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। আমরাও এই বিষয়টি নিয়ন্ত্রক সত্ত্বার কাছে রিপোর্ট করেছি,' মঙ্গলবার এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এমনটাই বলেছেন।

ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

'আমাদের কাছে ক্রু এবং যাত্রীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যাত্রীর এই অবাধ্য আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা ক্রু সদস্যদের সব ধরনের সহায়তা প্রদান করব,' জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।

এর আগে ১০ এপ্রিল এয়ার ইন্ডিয়া দিল্লি-লন্ডন ফ্লাইটে থাকা দুই মহিলা বিমান সেবিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে এক ব্যক্তির উপর দুই বছরের উড়ান নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (DGCA) নিয়মের অধীনে, কোনও অভব্য আচরণকারী বিমানযাত্রী অপরাধের হিসাবে ছোট থেকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য উড়ানে নিষেধাজ্ঞা জারি হতে পারে। আরও পড়ুন: মাঝ আকাশে ঝঞ্ঝার মাঝে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত বহু যাত্রী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন