বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India Urination Case: চাকরি থেকে বরখাস্ত বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যক্তি, ধরা পড়ল না এখনও

Air India Urination Case: চাকরি থেকে বরখাস্ত বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যক্তি, ধরা পড়ল না এখনও

চাকরি গেল এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যক্তির। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Air India Urination Case: এয়ার ইন্ডিয়ার বিমানে ‘যাত্রীর গায়ে প্রস্রাব করা’ ব্যক্তির চাকরি গেল। একটি মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতের সহ-সভাপতি ছিলেন। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই মার্কিন সংস্থা।

চাকরি গেল এয়ার ইন্ডিয়ার বিমানে ‘যাত্রীর গায়ে প্রস্রাব করা’ ব্যক্তির। একটি মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতের সহ-সভাপতি ছিলেন অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্র। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই মার্কিন সংস্থা। যে সংস্থার সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। তবে তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ।

ওই মার্কিন সংস্থা ওয়েল ফার্গোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ওই ব্যক্তিকে ওয়েল ফার্গো থেকে বরখাস্ত করা হল।' সেইসঙ্গে ওই সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সংস্থার কর্মীরা যাতে পেশাদারি ও ব্যক্তিগত ক্ষেত্রে ভালো ব্যবহার করে, সেটাই চায় সংস্থা। সেই পরিস্থিতিতে 'এরকম অভিযোগ একেবারেই অনভিপ্রেতকর। আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে সবরকমের সহযোগিতা করছি।'

আরও পড়ুন: AI Passenger on Man who Urinated: বিমানে মহিলার গায়ে প্রস্রাব করেও কীভাবে গ্রেফতারি এড়িয়েছিলেন মত্ত ব্যবসায়ী?

গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-দিল্লির বিমানের বিজনেস ক্লাসে মত্ত অবস্থায় শঙ্কর নামে ওই ব্যক্তি এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ উঠেছে। যে মহিলা যাত্রীর বয়স ৭০-র ঘরে। সেই ঘটনা নিয়ে হইচই শুরু হওয়ার পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শঙ্করের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় দিল্লি পুলিশ। এয়ার ইন্ডিয়ার কাছে মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Air India Urine Incident Probe: বিমানে মহিলার গায়ে টয়লেট করা ব্যক্তির নামে লুক আউট সার্কুলার জারির দাবি পুলিশের

শঙ্করের সন্ধানে শুক্রবার দুপুর মুম্বইয়ে আসে দিল্লি পুলিশের চার সদস্যের একটি দল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ে পৌঁছে শহরতলির নেহরু নগর থানায় আসেন দিল্লি পলিশের চারজন সদস্য। শঙ্করের খোঁজে মুম্বইয়ে এসেছেন বলে জানিয়ে স্টেশন ডায়েরিতে নাম নথিভুক্ত করেন।তারপর মুম্বই পুলিশের কোনও প্রতিনিধিকে না নিয়েই শঙ্করের খোঁজে বেরিয়ে পড়ে দিল্লি পুলিশের দল। কুরলার (ইস্ট) কামগর নগরে শঙ্করের বি৪৭ বাংলোয় পৌঁছে যায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শঙ্করের বাংলোয় তালা লাগানো ছিল।

তারইমধ্যে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শঙ্করের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সেইসঙ্গে বিমানকর্মীদের কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। যে বিমানকর্মীদের ইতিমধ্যে ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশ। তলব করা হয়েছে এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-দিল্লি বিমানের পাইলটকেও।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.