নেহা এল এম ত্রিপাঠি
এ ৩৫০ বিমানের প্রজেক্ট হেড এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন সন্দীপ গুপ্তা বুধবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। এয়ারলাইন্সের আধিকারিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, তিনি সফদরজংয়ের কাছে থাকতেন। সেখান থেকে তাঁকে প্রাইমাস হাসপাতালে নিয়ে আসা হয়। চানক্যপুরীতে রয়েছে সেই হাসপাতাল। সেখানেই মারা যান তিনি। বুধবার বিকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে খবর।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১৯৮৮ সালে এয়ার ইন্ডিয়াতে যোগ দিয়েছিলেন। তিনি ২০২২ সাল পর্যন্ত এ ৩২০ ফ্লাইটের প্রধান পাইলট ছিলেন। এর আগে তিনি হায়দরাবাদে ট্রেনিং সেন্টারের প্রধান ছিলেন। অপর এক আধিকারিক জানিয়েছেন, এ ৩৫০ এয়ারক্রাফটে এই বছরের শেষের দিকে তাঁকে প্রজেক্ট হেড বানানো হয়েছিল।
তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। তাঁদের রেখে তিনি পাড়ি দিলেন ইহলোকে। এক পাইলট জানিয়েছেন, আমরা অত্যন্ত শোকাহত। তিনি অত্য়ন্ত প্রাণোচ্ছল মানুষ ছিলেন। আমরা সবসময় তাঁকে মিস করব।
এদিকে গত মাসে অপর দুই পাইলটও প্রয়াত হয়েছিলেন। একজন পাইলট নাগপুর এয়ারপোর্টের বোর্ডিং গেটে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তিনি বিমান নিয়ে একটু পরেই উড়ে যেতেন । কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা। তবে ডিজিসিএ জানিয়েছিল বাধ্যতামূলকভাবে যে ২৭ ঘণ্টা বিশ্রাম নেওয়ার কথা বলা হয় সেটা নিয়েছিলেন পাইলট। তারপর তিনি কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই সময়ই এই ঘটনা হয়ে যায়।
এই ঘটনার দিন দুয়েক আগে কাতার এয়ারওয়েজের এক পাইলটের মৃত্য়ু হয়। তিনি যাত্রী হিসাবে দিল্লি-দোহা বিমানে ছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মৃত্যু হয় তাঁর।
এবার ডেঙ্গুতে মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার প্রজেক্ট হেডের।