1/5এতদিন প্রবীণ নাগরিক এবং পড়ুয়াদের ক্ষেত্রে ৫০% ছাড় দিত এয়ার ইন্ডিয়া। তবে টাটা সম্প্রতি এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ করেছে। সংস্থাকে লাভজনক করে তোলার চেষ্টা করা হচ্ছে। তাই এই ডিসকাউন্টের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Bloomberg)
2/5এখন কতটা ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা? গত মাসে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, এখন টিকিটে ২৫% ছাড় পাবেন ভারতে বসবাসকারী প্রবীণ নাগরিকরা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Bloomberg)
3/5প্রেস বিবৃতিতেত এয়ার ইন্ডিয়া জানায়, বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পরেও অন্য বেসরকারি উড়ানের তুলনায় এয়ার ইন্ডিয়ার বেস ভাড়ায় প্রায় দ্বিগুণ ছাড় থাকবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
4/5যে কোনও ভারতীয় প্রবীণ নাগরিক, যিনি স্থায়ীভাবে ভারতে বসবাস করছেন এবং যাত্রা শুরুর তারিখে যাঁর বয়স ৬০ বছর হয়ে গিয়েছে, তিনিই এই ছাড়ের দাবি করতে পারেন। এর জন্য তাঁর আধার, ভোটার আইডি-র মতো কোনও বয়সের প্রমাণপত্র লাগবে। ফাইল ছবি: মিন্ট (Bloomberg)
5/5চেক ইনের সময় বা বোর্ডিং গেটে সেই প্রাসঙ্গিক আইডি/নথি দেখাতে হবে। তার মাধ্যমেই বয়স যাচাই করবে এয়ার ইন্ডিয়া। যদি সেটা না করতে পারেন, সেক্ষেত্রে ছাড় বাতিল হয়ে যাবে। ফাইল ছবি: মিন্ট (Bloomberg)